Book Name:Hazrat Ibrahim Ke Waqiyat
ঈমানের পূর্ণতা ও দৃঢ়তার আকাঙ্ক্ষা
প্রিয় ইসলামী ভাইয়েরা! পাখি জীবিত হওয়ার এই কুরআনী ঘটনা থেকে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যা আমরা শিখতে পাই, তা হলো: ঈমানের মধ্যে কামাল (পূর্ণতা) এবং মযবুতী (দৃঢ়তা) অর্জনের আকাঙ্ক্ষা।
এত মযবুত, এত পূর্ণাঙ্গ ও নিখুঁত ঈমান থাকা সত্ত্বেও হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام এর আকাঙ্ক্ষা দেখুন! তিনি এই মযবুততম ঈমানকে আরও মযবুত করার আকাঙ্ক্ষা রাখছেন, আল্লাহ কারীমের দরবারে আরয করছেন:
بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي
(পারা: ৩, আল-বাকারা: ২৬০) কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চিত বিশ্বাস কেন থাকবে না, কিন্তু আমি চাই যে আমার অন্তরে প্রশান্তি এসে যাক।
অর্থাৎ হে আল্লাহ পাক! তুমি মৃতদের জীবিত করবে,, এর উপর আমার পূর্নাঙ্গ ও নিখুত, মযবুত ঈমান রয়েছে কিন্তু আমি এর চেয়েও পরবর্তী স্তরে পৌঁছাতে চাই, এই ব্যাপারে আমার ‘ইলমুল ইয়াকীন’ (দৃঢ় জ্ঞান) ) হাসিল হয়েছে, আমি ‘আইনুল ইয়াকীন’ (চাক্ষুষ বিশ্বাস) হাসিল করতে চাই, অর্থাৎ প্রথমে ওহীর মাধ্যমে জেনে এর উপর ঈমান রেখেছি,, এখন চোখে দেখে এর চেয়েও পরবর্তী স্তরে পৌঁছাতে চাই।
(তাফসীরে নাঈমী, পারা: ৩, আল-বাকারা, আয়াত: ২৬০ এর অধীনে, খন্ড ৩, পৃষ্ঠা: ৭৮, সংক্ষেপিত)
سُبْحَانَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! এই হলো হযরত ইবরাহীম
عَلَیْہِ السَّلَام এর সুন্দর গুণ। হায়! এই পবিত্র গুণের অনুগ্রহ যদি আমাদেরও নসীব হয়, হযরত ইবরাহীম عَلَیْہِ
السَّلَام এত মযবুত ঈমানের অধিকারী হওয়া সত্ত্বেও এতে আরও মযবুতীর আকাঙ্ক্ষা রাখছেন, হায়! আমাদের দুর্বল ঈমানকে মযবুত করার (ব্যাকুলতা) যদি নসীব হয়।
একজন মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব
এই কথাটি মনে রাখুন! একজন মুসলমানের উপর যে মৌলিক দায়িত্বগুলো রয়েছে, সেগুলোর মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নিজের ঈমানকে মযবুত করা এবং আজকের যুগে এর প্রয়োজন আরও বেশি। এখন সেই যুগ চলছে, যে সম্পর্কে