Hazrat Ibrahim Ke Waqiyat

Book Name:Hazrat Ibrahim Ke Waqiyat

    অর্থাৎ জেনে রাখো যে, আল্লাহ পাক غالب (পরাক্রমশালী), কোনো কিছুই তাঁকে বাধ্য করতে পারে না, তিনি হিকমতওয়ালা (প্রজ্ঞাময়), তাঁর কোনো কাজই হিকমত (প্রজ্ঞা) থেকে খালি নয়

(তাফসীরে নাঈমী, পারা: , আল-বাকারা, আয়াত: ২৬০ এর অধীনে, খন্ড , পৃষ্ঠা: ৭৮, সংক্ষেপিত)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

কিয়ামত আসবেই, অবশ্যই আসবে

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ঈমান-উদ্দীপক কুরআনী ঘটনা যা আমরা এইমাত্র শুনলাম, এতে আমাদের শেখার জন্য অনেক শিক্ষা রয়েছে প্রথম শিক্ষা তো এটাই যে, কিয়ামত আসবেই, অবশ্যই আসবে, মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত করা হবে, অবশ্যই করা হবে এবং এই বিষয়টি আল্লাহ পাকের জন্য মোটেও কঠিন নয় তিনি খালিক মালিক (মহিমান্বিত) যিনিকুন’ (হও) বলে হাজারো পৃথিবী সৃষ্টি করতে পারেন, তাহলে মৃতদের জীবিত করা তাঁর জন্য কোন কঠিন কাজ? আল্লাহ পাক ইরশাদ করেন:

فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ فَإِذَا هُم بِالسَّاهِرَةِ

(পারা: ৩০, আন-নাযিআত: ১৩-১৪)    কানযুল ঈমানের অনুবাদ: অতঃপর তা তো নয়,কিন্তু একটা প্রচন্ড ধমক, তখনই তারা খোলা মাঠে এসে পড়বে

 

    আল্লাহ! আল্লাহ! এই হলো আল্লাহ পাকের কুদরত...! অমুসলিমরা এটাকে খুব কঠিন মনে করত যে, পচা-গলা হাড়ে কিভাবে প্রাণ দেওয়া যেতে পারে? কিভাবে তাদেরকে আবার জীবিত করা যেতে পারে? আল্লাহ পাক ইরশাদ করলেন: এটা তো কেবল একটি ধমক হবে, ব্যাস! صور (শিঙ্গা) ফুঁক দেওয়া হবে, সেই মুহূর্তে হাজারো বছর আগের মৃতরাও কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে

(সিরাতুল জিনান, পারা: ৩০, আন-নাযিআত, আয়াত: ১০-১৪ এর অধীনে, খন্ড: ১০, পৃষ্ঠা: ৫২৬ থেকে গৃহীত)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد