Book Name:ALLAH Ki Riza Sab Se Bari Cheez Hai
সন্তান ছিলেন। হযরত আলী বিন ফুযাইল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সম্পর্কে বর্ণিত রয়েছে তিনি সূরা যিলযাল সম্পূর্ণ পাঠ করতেন। সূরা যিলযালে কিয়ামতের ভয়াবহতার বর্ণনা রয়েছে, এজন্য যখন তিনি সূরা যিলযাল পাঠ করতেন এবং শুনতেন তখন খোদাভীতির কারণে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যেতেন- এমন মুত্তাকী ছিলেন তিনি।
হযরত আলী বিন ফুযাইল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যুবক থাকা অবস্থায় ইন্তিকাল করলেন। যাদের সন্তান আছে তারাই বুঝতে পারবেন যে জোয়ান ছেলের মৃত্যু কেমন মর্মান্তিক হয়! কিন্তু কুরবান হয়ে যান! হযরত ফুযাইল বিন আয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জন্য, যখন এই সংবাদ দেয়া হলো - আপনার ছেলে ইন্তিকাল করেছে তখন তিনি কান্না করলেন না, হায় হুতাশ করলেন না বরং তাঁর চেহারায় মুচকি হাসি ভেসে উঠলো। লোকজন খুবই অবাক হলো, জিজ্ঞাসা করলো: হুযুর! তাজ্জব ব্যাপার, সাধারণত আপনি হাসেন না, আজ আপনার জোয়ান ছেলে ইন্তিকাল করলো, এখন তো দুঃখিত হওয়ার সময়, অশ্রু বহানোর সময় আর আপনি হাসছেন। হযরত ফুযাইল বিন আয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ খুবই সুন্দর একটি উত্তর দিলেন, বললেন: আল্লাহ পাকের সন্তুষ্টি এতেই ছিলো, সুতরাং আমি তার সন্তুষ্টিতেই সন্তুষ্ট।
(তাযকিরাতুল আউলিয়া, ৬৮ পৃষ্ঠা)
!اَللهُ اَكْبَرُ এটাকে বলে; আল্লাহ পাকের প্রতিপালক হওয়ার উপর রাজি থাকা। আল্লাহ আমার রব, তিনি আমার ব্যাপারে যে ফয়সালা করেন, তা আমি কবুল করি, মন ও প্রাণ দিয়ে গ্রহণ করি, খুশিমনে মেনে নিই। আহ! আফসোস! আমাদের অবস্থা একদম উল্টো, আমাদের ঘরে যদি একটি গ্লাস ভেঙে যায় তো আমরা রাগে লাল হয়ে যাই। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে শোরগোল করতে থাকি। গাড়ির চাকার হাওয়া চলে গেলে আমাদের সহ্য হয় না। শীত বেশি পড়লে, গরম বেশি পড়লে, সামান্য জ্বর এলে, মাত্র একদিন দোকানের মাল বিক্রি কম হলে, বেতন (Salary) পেতে দেরি হলে আমাদের অন্তরে কুমন্ত্রণা আসতে থাকে, মুখে অভিযোগ চলে আসে।