Book Name:Surah Fatiha
ফয়যানে অনলাইন একাডেমী। ১৯ রবিউল আউয়াল ১৪৩৩ হিজরি মোতাবেক ২০১২ সালে ছোট ছেলেদের জন্য এবং শাওয়াল ১৪৩৪ হিজরিতে ছোট মেয়েদের জন্য ‘ফয়যানে অনলাইন একাডেমী প্রতিষ্ঠিত হয়। উক্ত বিভাগের অধীনে দেশ-বিদেশের ইসলামী ভাই ও শিশুদেরকে ইন্টারনেটের মাধ্যমে শুধু সহীহ শুদ্ধভাবে পবিত্র কুরআন নাজেরা ও হিফয শেখানো হয় তাই নয় বরং তাদেরকে একজন আমলদার মুসলমান হিসেবে গড়ে তোলার জন্য বুনিয়াদি চারিত্রিক প্রশিক্ষণও দেওয়া হয়। এছাড়া, শিক্ষকদের জন্যও কোর্স পরিচালিত হয় যার মাধ্যমে তাজবীদ শেখানোর জন্য যথারীতি প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি যারা তাদের পড়া (হিফযের মনযিল) পুনরাবৃত্তি করতে চান তাদেরও তাদের পছন্দের সময়ে এই সুবিধা দেওয়া হয়। ফয়যান অনলাইন একাডেমীতে ৭৮টি দেশের কমবেশি ২১৯৯২ (একুশ হাজার নয়শত বিরানব্বই) জন ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে এবং এ পর্যন্ত যারা কুরআন হিফয বা তিলাওয়াত সম্পন্ন করেছেন তাদের সংখ্যা প্রায় ৩১ হাজার (একত্রিশ হাজার)।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ানের শেষে সুন্নাতের ফযীলত এবং জীবন যাপনের কিছু আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি। তাজদারে রিসালত, শাহেনশাহে নবুওয়াত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বলেছেন: مَنْ اَحَبَّ سُنَّتِی فَقَدْ اَحَبَّنِی وَمَنْ اَحَبَّنِی كَانَ مَعِیَ فِی الْجَنَّةِ অর্থাৎ যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে মূলত আমাকেই ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। (মিশকাত, ১/৫৫ পৃষ্ঠা, হাদীস: ১৭৫)
সিনা তেরি সুন্নাত কা মদীনা বনে আক্বা
জান্নাত মে পড়োসী মুঝে তুম আপনা বানানা
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد