Book Name:Surah Fatiha
এটি সূরা ফাতিহার মূল বিষয়, অথবা এমনো বলা যায় যে, মৌলিকভাবে সূরা ফাতিহাতে আমাদের যা শেখানো হয়েছে তা হলো এই ধ্যান।
ধ্যান হলো সম্পর্কের নাম, আপন রবের সাথে বান্দার সর্বাধিক দৃঢ় বন্ধন. এতটাই দৃঢ় যে- বান্দার হৃদয়, মন, চিন্তা, চেতনা এবং সমস্ত মনোযোগ সর্বদা আল্লাহ পাকের দিকে থাকে, বান্দা সর্বদা এই নিশ্চিত বিশ্বাস রাখে যে, আমার প্রতিপালক আমাকে দেখছেন, তিনি আমার বাহ্যিক অবস্থা জানেন এবং আমার আভ্যন্তরীণ অবস্থাও জানেন। একেই مُرَاقَبَۃُ الله বলা হয়।
একটি উদাহরণের মাধ্যমে ধ্যানের ব্যাখ্যা
ইমাম কুশাইরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একটি উদাহরণের মাধ্যমে ধ্যানের ব্যাখ্যা করেছেন। তিনি বলেন: একজন বাদশাহ ছিলেন, তার কিছু গোলাম ছিলো, তাদের একজনকে বাদশাহ বিশেষভাবে ভালোবাসতেন, আপাতদৃষ্টিতে ঐ গোলামের মধ্যে বিশেষ কোনো ব্যাপার ছিলো না, তবুও বাদশাহ তাকে খুব পছন্দ করতেন, অন্যান্য গোলামদের জন্য এ ব্যাপারটি খুবই পীড়াদায়ক ছিলো। একবার সেই গোলামরা সাহস করে বাদশাহর দরবারে বলেই ফেলল: হে মহান বাদশাহ, এই গোলামের মধ্যে কী এমন বিশেষত্ব আছে যে, আপনি তার প্রতি এতই মেহেরবান? বাদশাহ প্রশ্নের উত্তর দেয়ার পরিবর্তে বললেন: আমাদেরও সামনে একটি সফর আছে, প্রস্তুতি নাও, আমরা সফরে বের হবো। সুতরাং ঘোড়াগুলো প্রস্তুত করা হলো এবং বাদশাহ তার গোলামদের সাথে নিয়ে যাত্রা শুরু করলেন। সে ছিলো পাহাড়ি এলাকার সফর। কিছু দূর যাওয়ার পর একটি পাহাড় দেখা গেলো, যা ছিলো বরফে ঢাকা। বাদশাহ দূর থেকে সেই পাহাড়টি দেখতে পেলেন