Book Name:Surah Fatiha
এখন, বান্দা যখন আল্লাহ পাককে চিনতে পারে এবং নিজেকেও চিনতে পারে, তখন সে বলে,
اِہۡدِ نَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ ۙ(۵) صِرَاطَ الَّذِیۡنَ اَنۡعَمۡتَ عَلَیۡہِمۡ ۙ۬ غَیۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَیۡہِمۡ وَ لَا الضَّآلِّیۡنَ (۷)
(পারা ১, সূরা ফাতিহা, আয়াত ৫-৭)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আমাদেরকে সরল পথে পরিচালিত কর, সেই লোকদের পথে যাদের উপর তুমি অনুগ্রহ করেছো। সেই লোকদের পথে নয় যাদের উপর গযব নাযিল করেছো এবং পথ ভ্রষ্টদের পথেও নয়।
অর্থাৎ হে আল্লাহ, আমাকে সিরাতুল মুস্তাকীমে কায়েম রাখুন, আমার সারা জীবন যেন সিরাতুল মুস্তাকীমে অতিবাহিত হয়, শয়তান, নফসে আম্মারাহ যেন আমাকে কখনো সিরাতুল মুস্তাকীম থেকে বিচ্যুত করতে না পারে এবং আমি যেন সর্বদা তোমার পুরস্কৃত বান্দাদের পথে চলতে পারি।
প্রিয় ইসলামী ভাইয়েরা! একটু ভাবুন! ক্রম অনুসারে, সূরা ফাতিহা পবিত্র কুরআনের প্রথম সূরা, এখান থেকে পবিত্র কুরআনের শুরু আর শুরুতেই আমাদেরকে কতইনা পরিপূর্ণ শিক্ষা দেওয়া হয়েছে যেন এটিই পবিত্র কুরআনের প্রথম শিক্ষা যে, বান্দা যেন সর্বদা তার রবের দিকে মনোনিবেশ করে এবং আপন রবের সাথে দৃঢ় সম্পর্ক রাখে। অতএব, আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত এই ধ্যানের সাথে অতিবাহিত করা উচিৎ যে, আমি বান্দা, আল্লাহ আমার রব, আমি প্রতিটি মুহূর্তে আমার রবের মুখাপেক্ষী এবং তিনি আমাকে দেখছেন।
আল্লাহ পাকের দিকে মনোনিবেশ করার ফযীলত
আল্লাহ পাকের আখেরী নবী রাসূলে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا কে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন: اِحْفَظِ اللهَ یَحْفَظُکَ আল্লাহ পাককে দৃষ্টির সামনে রাখো,