Book Name:Surah Fatiha
শোনার জন্য কানের মুখাপেক্ষী, ধরার জন্য হাতের মুখাপেক্ষী, কথা বলার জন্য মুখের মুখাপেক্ষী।
বান্দা যখন বুঝতে পারে যে, আমি সর্বদা মুখাপেক্ষী, এবং এও জানে যে, আল্লাহ বিশ্বজগতের রব, তখন সে তার রবের সামনে মাথা নত করে এবং বিনীত ভাবে আবেদন করে:
اِیَّاکَ نَعۡبُدُ وَ اِیَّاکَ نَسۡتَعِیۡنُ ؕ(۴)
(পারা ১, সূরা ফাতিহা, আয়াত ৪)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আমরা একমাত্র তোমারই ইবাদত করি। এবং তোমারই কাছ থেকে সাহায্য প্রার্থনা করি।
দেখুন, বান্দা তার রবের দরবারে আবেদন করছে মালিক আমি তোমার সাহায্য চাই, কোন ক্ষেত্রে? সর্বক্ষেত্রেই। ক্ষুধার্ত হলে এর জন্য খাবারও প্রয়োজন, হাতও প্রয়োজন, মুখও প্রয়োজন, দাঁতও প্রয়োজন। এ সমস্ত নেয়ামত কে দেয়? একমাত্র আল্লাহই দেন। এমন কোন মুহূর্ত আছে যখন বান্দার উপর আল্লাহর নেয়ামতের বর্ষণ হয় না? আমরা প্রতিটি মুহূর্তে মহান আল্লাহ পাকের মুখাপেক্ষী, তাই আমাদের প্রতি মুহূর্তে মহান আল্লাহ পাকের সাহায্য এবং সহায়তা প্রয়োজন, কাজেই যখন আমরা খাবার খাবো, তখন আমরা কার দিকে মনোনিবেশ করবো? আল্লাহ পাকের দিকে। যখন কোনো কিছুর দিকে হাত বাড়িয়ে ধরবো তখন মনোযোগ কার দিকে থাকবে? আল্লাহর দিকে। চোখ তুললেই রঙিন পৃথিবীর দৃশ্য দেখতে পাবো, তখন মনোযোগ কার প্রতি থাকবে? আল্লাহ পাকের প্রতি। সুতরাং একজন বান্দা প্রতিটি ক্ষণে, প্রতি মুহূর্তে আল্লাহ পাকের প্রতি মনোযোগী এবং মহান আল্লাহকে স্মরণ করার মুখাপেক্ষী আর এই অবস্থাকেই ধ্যান বলে।