Book Name:Surah Fatiha
যদি এটি গণনা করা হয়, তাহলে প্রায় ২৫ লক্ষ খন্ড হয়। এটা তো শুধু সূরা ফাতিহার তাফসীর, তাহলে অবশিষ্ট মহান কালামের হিসাব কেমন হবে!
১০ নং নেক আমলের প্রতি উৎসাহ প্রদান
প্রিয় ইসলামী ভাইয়েরা! নেকীর প্রেরণা পেতে, গুনাহ থেকে বাঁচার মন-মানসিকতা সৃষ্টি করতে দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে পড়ুন এবং ইউনিট পর্যায়ে ১২টি দ্বীনি কাজে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করুন। নেক আমলের উপর আমল করুন এবং মাদানী কাফেলায় আশিকানে রাসূলদের সাথে সফর করুন। শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রদত্ত ৭২টি নেক আমলের মধ্যে ১০ নম্বর নেক আমল হলো, আপনি কি আজ কানকে গুনাহ থেকে (গীবত গান-বাজনা খারাপ ও অশ্লীল কথাবার্তা, মোবাইল ফোনের মিউজিক্যাল টিউন, কলার টিউন) শোনা থেকে বিরত রেখেছেন? এটি এমন একটি নেক আমল যে, আমরা এর অনুসারী হয়ে গেলে অনেক গুনাহ থেকে রক্ষা পাবো। আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন।
সূরা ফাতিহার একটি অন্যতম প্রধান বিষয়
হে আশিকানে রাসূল! বাস্তবতা হচ্ছে যে, সূরা ফাতিহার সমস্ত জ্ঞান বোঝা, সেগুলো বর্ণনা করা আমাদের মতো লোকেদের পক্ষে সম্ভব নয়। তবে, ওলামায়ে কেরামগণ বহু গবেষণা করে কুরআন, হাদীস এবং ইলমে দ্বীনের বড় বড় গ্রন্থ গুলিকে সামনে রেখে সূরা ফাতিহার একটি মূল আলোচ্য বিষয় বর্ণনা করেছেন, সেটা কী? সেটা হলো: مُرَاقَبَۃُ الْعِبَادِ لِرَبِّہِمْ অর্থাৎ আপন রবের জন্য বান্দার ধ্যান করা। (নযমুদ দুরার ১/২১ পৃষ্ঠা)