Surah Fatiha

Book Name:Surah Fatiha

আল্লাহ তোমাকে হেফাজত করবেন  اِحْفَظِ اللهَ تَجِدْہُ تُجَاهَکَ আল্লাহ পাককে দৃষ্টিতে রাখো, তুমি তাকে তোমার সামনে পাবে (তিরমিযী, ৫৯৪ পৃষ্ঠা, হাদীস: ২৫১৬)

    হযরত আল্লামা মোল্লা আলী ক্বারী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উক্ত হাদীসের বর্ণনায় লিখেন: অর্থাৎ আল্লাহ যা আদেশ করেছেন তাই অনুসরণ কর এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাক, তাহলে আল্লাহ পাক তোমাকে ইহকালীন বিপদাপদ থেকে এবং পরকালীন শাস্তি থেকে রক্ষা করবেন তিনি আরও বলেন, যে আল্লাহ পাকের হয়ে যায় আল্লাহ পাকও তাঁর হয়ে যান (মিরকাতুল মাফাতিহ /৪৯০ পৃষ্ঠা, হাদীস: ৫৩০২) আল্লাহ পাক আমাদের সবাইকে নেকীর হেদায়েত দান করুন, হায়! আমাদের হৃদয় সর্বদা আল্লাহ পাকের দিকে মনোযোগী হোক, আমাদের হৃদয় সর্বদা আল্লাহর স্মরণে সতেজ থাকুক এবং আমরা যেন এমন প্রেমময় স্মরণে জীবন অতিবাহিত করতে পারি اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

সহীহ শুদ্ধভাবে কুরআন পড়ার ফযীলত

    হযরত যায়েদ বিন সাবিত رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, হুযুর নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মহান বাণী হচ্ছে: اِنَّ اللهَ یُحِبُّ اَنْ یُّقْرَءَ الْقُرآنُ کَمَا اُنْزِلَ অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ পাকের পছন্দ হলো, কুরআন সেভাবেই তিলাওয়াত করা হোক যেভাবে সেটি নাযিল হয়েছে (জামে সগীর, ১১৭ পৃষ্ঠা, হাদীস: ১৮৯৭)

    অন্যত্র ইরশাদ করেন, আরবীদের ভাষা রীতি অনুযায়ী কুরআন পাঠ করো (নাওয়াদিরুল উসুল /২৪২ পৃষ্ঠা)

ফয়যানে অনলাইন একাডেমী

    প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলদের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী কুরআনের শিক্ষাকে বিশ্বজুড়ে প্রচার ও প্রসার করা এবং নেকীর সাড়া জাগানোর লক্ষ্যে ৮০টিরও বেশি বিভাগে সচেষ্ট রয়েছে, তার মধ্যে একটি বিভাগ হলো