Book Name:Sila Rehmi
কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পরিণাম পুরো সম্প্রদায় আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যায়।
আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে কুরআনের হুকুম
আল্লাহ পাক আমাদেরকে আত্মীয়-স্বজন, ইয়াতিম, অসহায়দের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার হুকুম দিয়েছেন। যেমন- ২১ পারা সূরা রুম-এর ৩৮নং আয়াতে ইরশাদ হচ্ছে:
فَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَ الْمِسْكِیْنَ وَ ابْنَ السَّبِیْلِؕ-ذٰلِكَ خَیْرٌ لِّلَّذِیْنَ یُرِیْدُوْنَ وَجْهَ اللّٰهِ٘-وَ اُولٰٓىٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ(۳۸)
কানযুল ঈমান থেকে অনুবাদ: সুতরাং আত্মীয়কে তার প্রাপ্য দাও এবং মিসকীন ও মুসাফিরকে এটা উত্তম তাদের জন্য, যারা আল্লাহর সন্তুষ্টি চায় এবং তারাই সফলকাম।
প্রসিদ্ধ মুফাস্সীর, হাকীমুল উম্মত, মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতে করীমার ব্যাপারে বলেন: এই আয়াতে করীমা সমস্ত আত্মীয়-স্বজনদের হক আদায় করার হুকুম দিচ্ছে। এ থেকে বুঝা গেলো; প্রত্যেক আত্মীয়ের হক রয়েছে। এতে সমস্ত আত্মীয়-স্বজন সম্পৃক্ত, আর এই আয়াত থেকে এটাও বুঝা গেলো; আত্মীয়-স্বজনদের সাথে ভালো আচরণ, দান-খয়রাত, প্রথা ও আনুষ্ঠানিকতা ধারাবাহিকতার জন্য করবেন না। যদি করেন, তবে শুধু মাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবেন, তখন সাওয়াবের অধিকারী হবে। অন্য আর এক জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ اتَّقُوا اللّٰهَ الَّذِیْ تَسَآءَلُوْنَ بِهٖ وَ الْاَرْحَامَؕ-اِنَّ اللّٰهَ كَانَ عَلَیْكُمْ رَقِیْبًا(۱)
(পারা- ৪, সূরা- নিসা, আয়াত- ১)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর আল্লাহকে ভয় করো। যার নাম নিয়ে যাঞ্চা করো আর আত্মীতার প্রতি সজাগ দৃষ্টি রাখো। নিশ্চয়ই আল্লাহ সর্বদা তোমাদের দেখছেন।
প্রসিদ্ধ মুফাস্সীর, হাকীমুল উম্মত, মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াত প্রসঙ্গে বর্ণনা করেন: মুসলমানদের নিকট যেমনি ভাবে নামায, রোযা, হজ্ব, যাকাত ইত্যাদি জরুরী, তেমনি ভাবে আত্মীয়-স্বজনদের হক আদায় করাও খুবই জরুরী।