Book Name:Sila Rehmi
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
একই ছাদের নিচে, তারপরও অসন্তুষ্ট?
প্রিয় ইসলামী ভাইয়েরা! গভীর ভাবে চিন্তা করুন! যখন একজন সাধারণ মুসলমানের সাথে ভালো ব্যবহার করার, তার প্রতি ভালবাসা রাখা। সম্পর্ক রাখা এবং তা অব্যাহত রাখার প্রতি উৎসাহ রয়েছে, তবে ঐ ব্যক্তি যার সাথে আমাদের রক্তের সম্পর্ক, উদাহরণ স্বরূপ- বাবা, মা, ভাই, বোন, চাচা, ভাতিজী, মামা, ভাগনী ইত্যাদি। তাহলে তাদের সাথে তো আমাদের আরো বেশি ভালো ব্যবহার ও হিতাকাঙ্ক্ষীর মতো ব্যবহার করা উচিৎ। আর আত্মীয়-স্বজনদের মধ্যে আমাদের সবচেয়ে বেশি ভালো ব্যবহারের হকদার হলো আমাদের বাবা, মা, ভাই, বোন। বাবা-মা হলো তারাই যারা আমাদের লালন-পালন করেছেন, আমাদের ভালো শিক্ষা দিয়েছেন, ভালো মন্দের ব্যবহার শিখিয়েছেন, নিজে কষ্ট স্বীকার করে আমাদের প্রশান্তির ব্যবস্থা করেছেন।
অতঃপর ভাই, বোন হলো তারাই যারা আমাদের ছোটবেলার সাথী, ভাল মন্দের সময়ের বন্ধু, আর সবচেয়ে বড় কথা হলো এটাই, একই মা-বাবার সন্তান। কিন্তু আফসোস! আজকাল যদি পিতা-মাতা সন্তান থেকে অসন্তুষ্ট হয়, তখন সন্তান ও তার বাবা-মা থেকে মুখ ফিরিয়ে নিতে দেখা যায়। বড় ভাই-বোন তার ছোটদের প্রতি অসন্তুষ্ট হলে, তখন ছোটরাও তার বড় ভাই-বোনের সাথে আদব ও সম্মান দেখাতে প্রস্তুত নন। আফসোস! সামান্য তিক্ততার উপর একই ছাদের নিচে থাকা সত্ত্বেও দীর্ঘ দিন পর্যন্ত আপন ভাই-বোনের মাঝে কথাবার্তা বন্ধ থাকে, আর যদি দূরে থাকে তো বহু মাস অনেক সময় বছর পর্যন্ত একে অপরের মুখ দেখতে চাই না।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! নেক নামাযী হওয়া ও আত্মীয়তার বন্ধন রক্ষা করার স্পৃহা অর্জনের জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সব সময়ের জন্য সম্পৃক্ত হয়ে যান, اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে আমাদের প্রত্যেক প্রকারের দ্বীনি ও চারিত্রিক প্রশিক্ষণ প্রদান করা হয় আর এই প্রশিক্ষণের মধ্যে বড় ভূমিকা হলো শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ’র প্রদানকৃত ৭২ টি নেক আমল” ও, ঐ নেক আমলের উপর আমল করার বরকতে সমাজের অনেক ভবঘুরে লোক শুধু সঠিক