Sila Rehmi

Book Name:Sila Rehmi

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস ১২৮৪) হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

আত্মীয়-স্বজনদের পক্ষ থেকে যখন মারাত্মক দুঃখ পায়

    শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتۡ بَرَکَاتُہُمُ الۡعَالِیَہ এর লিখিত বড় কিতাব নেকীর দাওয়াতে১৬০ পৃষ্ঠায় বর্ণিত রয়েছে:

    আমীরুল মুমিনীন হযরত আবু বকর সিদ্দীক رَضِیَ اللهُ عَنْہُ কে তাঁর খালাতো ভাই গরীব নিঃস্ব, মুহাজির, বদরী সাহাবী হযরত মিসতাহ رَضِیَ اللهُ عَنْہُ (যাঁর ব্যয় তিনি বহন করতেন) তার পক্ষ থেকে খুবই দুঃখ পেলেন দুঃখ হল: তিনি আমীরুল মুমিনীনের প্রিয় কন্যা অর্থাৎ- উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা তায়্যিবা তাহেরা رَضِیَ اللهُ عَنْہَا এর উপর অপবাদ লেপনকারীদের সাথে একমত পোষণ করেছিলেন এতে হযরত সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ তাঁকে (হযরত মিসতাহ  رَضِیَ اللهُ عَنْہُ ) খরচ না দেয়ার কসম করে ফেললেন তখন ১৮ পারার সূরা নূরের ২২ নম্বর আয়াতটি অবতীর্ণ হয়

وَ لَا یَاْتَلِ اُولُوا الْفَضْلِ مِنْكُمْ وَ السَّعَةِ اَنْ یُّؤْتُوْۤا اُولِی الْقُرْبٰى وَ الْمَسٰكِیْنَ وَ الْمُهٰجِرِیْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ ﳚ-وَ لْیَعْفُوْا وَ لْیَصْفَحُوْاؕ-اَلَا تُحِبُّوْنَ اَنْ یَّغْفِرَ اللّٰهُ لَكُمْؕ-وَ اللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ(۲۲)

ানযুল ঈমান থেকে অনুবাদ: আর  তারা যেন শপথ না করে যারা তোমাদের মধ্যে মর্যাদাবান ও সামর্থ্যবান, আত্মীয়-স্বজন, মিসকিন এবং আল্লাহর রাস্তায় হিজরতকারীদের দান না করার এবং তাদের উচিত যেন ক্ষমা করে দেয় এবং দোষ-ত্রুটি উপেক্ষা করে।