Book Name:Sila Rehmi
হক এবং ছোটদের উপর বড় ভাই বোনদের কি হক রয়েছে? আসুন! এটাও শুনি আল্লাহ পাক আমাদের আমল করার সামর্থ্য দান করুন। اٰمِين
বড় ভাই-বোনদের উপর ছোট ভাই ও বোনের হক ও আদব:
বড় ভাই ও বড় বোনের উপর ছোট ভাই ও বোনের হক সমূহ হলো:
(১) মা-বাবার মৃত্যুর পর ছোট ভাই বোনকে লালন-পালন করা এবং তাদের ভালো শিক্ষা দেওয়া।
(২) তাদের জীবনের প্রয়োজনীয়তা পূর্ণ করা আর সকল সমস্যার সময় তাদের পাশে থাকা এবং যতটুকু সম্ভব তাদের অভাব পূরণ ও মন খুশি করা।
(৩) বাবা-মা জীবিত অবস্থায়ও তাদের প্রতি নম্রতা ও ভালোবাসা প্রদর্শন করা।
(৪) গীবত, চুগলখোরী, খারাপ ধারণা এবং সাধারণ মুসলমানের প্রতি হিংসা হারাম। আর তাদের প্রতি সর্বোচ্চ পর্যায়ের নাজায়েয।
(৫) শরীয়াত অনুসারে তাদের কাছে সংগঠিত ভুল-ত্রুটি ক্ষমা করে দেওয়া ও সব সময় তাদের প্রতি নম্রতা প্রদর্শন করা।
ছোট ভাই বোনদের উপর বড়দের হক ও আদব:
এভাবে ছোট ভাই বোনদের উপর বড়দের হক ও আদব সমূহ হলো:
(১) তাদের সম্মান করতে গিয়ে যথোপযুক্ত মর্যাদা দেওয়া।
(২) মা-বাবার অবর্তমানে তাদের মা-বাবার মর্যাদা দেওয়া, অন্যথায় তাদেরকে নিজের পথ প্রদর্শক মনে করা।
(৩) যতটুকু সম্ভব তাদের বৈধ হুকুমের উপর আমল করার চেষ্টা করা।
(৪) নিজের পক্ষ থেকে সংগঠিত হওয়া ভুলের জন্য নিজেই বড়দের কাছে ক্ষমা চাওয়া।
(৫) তাদের মনে কষ্ট দেওয়া থেকে বাঁচার চেষ্টা করা।
প্রিয় ইসলামী ভাইয়েরা! যদি আমরাও এ মাদানী ফুল সমূহের উপর আমল করার চেষ্টা করি, তবে اِنۡ شَآءَ الله এর বরকতে ভাই-বোনের মধ্যে অসন্তুষ্টি এবং তাদের মধ্যে তৈরী হওয়া দূরত্ব থেকে যথেষ্ট পরিমাণ মুক্তি পাওয়া যাবে। অনেক সময়তো এমনও হয়ে