Book Name:Sila Rehmi
ফেলে, তখন ঐ শপথকে ভেঙ্গে তার কাফ্ফারা দিতে হবে। এ শপথকে পূর্ণ করা গুনাহ। যেমন-
রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “যদি কোন ব্যক্তি তার পরিবারের সদস্যদের ক্ষতি সাধন করার জন্য শপথ করে, তবে আল্লাহ পাকের শপথ! তাদেরকে কষ্ট দেওয়া এবং শপথ পূর্ণ করা আল্লাহ পাকের নিকট বড় গুনাহ। এর থেকে সে তার শপথের পরিবর্তে কাফ্ফারা দিবে, যা আল্লাহ পাক তার জন্য নির্ধারণ করে রেখেছেন।”
(বুখারী, ৪/২৮১, হাদীস: ৬৬২৫)
প্রসিদ্ধ মুফাস্সীর, হাকীমুল উম্মত, মুফতী আহমদ ইয়ার খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এ হাদীস শরীফের ব্যাপারে বর্ণনা করেন; অর্থাৎ যে ব্যক্তি তার ঘরের সদস্যের কারো হক নষ্ট করার জন্য শপথ করে। উদাহরণ স্বরূপ- আমি আমার মায়ের সেবা করবো না বা বাবা-মার সাথে কথা বলবো না এই ধরণের শপথ পূর্ণ করা গুনাহ। তার উপর ওয়াজিব হচ্ছে; এ ধরণের শপথ ভঙ্গ করবে, আর পরিবারের সদস্যদের হক আদায় করবে। মনে রাখবেন! এখানে এটা উদ্দেশ্য নয় যে, এ শপথ পূর্ণ না করাটা গুনাহ, কিন্তু পূর্ণ করাটা আরো অধিক বড় গুনাহ। বরং উদ্দেশ্য এটাই যে, এ ধরণের শপথ পূর্ণ করাটা অনেক বড় গুনাহ। পূর্ণ না করাতে সাওয়াব রয়েছে, যদিও শপথ ভঙ্গ করার দ্বারা আল্লাহ পাকের নামের বেয়াদবী হয়ে থাকে। এজন্য তার উপর কাফফারা ওয়াজিব হয়ে যায়, কিন্তু এখানে শপথ ভঙ্গ না করা অধিক গুনাহের কারণ। (মিরআতুল মানাজিহ, ৫/১৯৮)
আত্মীয়তার বন্ধন রক্ষা করার উদ্দেশ্য:
প্রিয় ইসলামী ভাইয়েরা! আত্মীয়তার বন্ধন রক্ষা করার গুরুত্ব তো আমরা শুনলাম। আত্মীয়তার বন্ধন রক্ষা করা কাকে বলে? আসুন! এর পরিচিতিটাও শুনি صِلَہ এর শাব্দিক অর্থ- اِیْصَالُ نَوْعٍ مِّنْ اَنْوَاعِ الْاِحْسَانِ অর্থাৎ যে কোন ধরণের কল্যাণ ও দয়া করা। (আয-যাওয়াজির, ২/১৫৬) আর رِحْم দ্বারা উদ্দেশ্য নৈকট্য, আত্মীয়তা। (লিসানুল আরব, ১/১৪৭৯) বাহারে শরীয়াতের মধ্যে আত্মীয়তার সম্পর্কের অর্থ সম্পর্কের বন্ধন রক্ষা করা। অর্থাৎ আত্মীয়দের সাথে নেকী ও ভালো আচরণ করা। (বাহারে শরীয়াত, ৩/৫৫৮ পৃষ্ঠা)