Sila Rehmi

Book Name:Sila Rehmi

দেওয়া হবে যেটা সম্পর্ক বিচ্ছিন্নকারীর উপর গলার হাঁরে পরিণত হবে আত্মীয়-স্বজনদের সাথে সম্পর্ক বিচ্ছিন্নকারীকে আখিরাতের পাশাপাশি দুনিয়ার মধ্যেও শাস্তি দেওয়া হবে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

ভালোবাসা বৃদ্ধি করণ বিভাগ:

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আত্মীয়-স্বজনদের সাথে বা মুসলমান ভাইদের সাথে লড়াই ঝগড়া করা এমন ধ্বংসযজ্ঞ কাজ যে, এতে লিপ্ত হয়ে মানুষ দুনিয়াতেই শিক্ষার পাথেয় হয়ে যায়, কুরবান হয়ে যান! দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের উপর যা এই কঠিন সময়কালেও মুসলমানকে লড়াই ঝগড়া থেকে দূরে রেখেছে এবং তাদেরকে ঐক্যবদ্ধ রাখতে সর্বদা সচেষ্ট থাকেন, যার সুস্পষ্ট প্রতিফলন হচ্ছে দাওয়াতে ইসলামীর মাধ্যমে প্রতিষ্ঠিত ভালোবাসা বৃদ্ধি করণ বিভাগ সকল পুরাতন ইসলামী ভাই যারা পূর্বে আসতো কিন্তু এখন আসছে না, তাদের দ্বীনি পরিবেশে সক্রিয়ভাবে মসজিদ ভরা সংগঠন অন্তর্ভূক্ত করা, তাঁদের কাছ থেকে ব্যক্তিগত সময় নিয়ে দোকান, ঘর বা অফিসে গিয়ে সাক্ষাৎ করা, তাঁদের সুন্নাতে ভরা ইজতিমা মাদানী মুযাকারায় অংশ গ্রহণ করার মন-মানসিকতা প্রদান করা, সম্মিলিত ইতিকাফ মাদানী কোর্স সমূহ (আমল সংশোধন কোর্স, ফয়যানে নামায কোর্স ইত্যাদি) করার প্রতি উৎসাহ প্রদান করা, মাদানী কাফেলায় সফর করানো, তাঁর ঘরের মধ্যে মাদানী হালকার ব্যবস্থা করা, তাঁকে প্রাপ্ত বয়স্কদের মাদরাসাতুল মদীনায় অংশ গ্রহণ করানো, তাঁর সুখে দুঃখে অসুস্থতা ইন্তেকাল ইত্যাদি বিষয়াদিতে অংশ গ্রহণ করা এবং বিপদে চিঠিপত্র তাবীজাতে আত্তারিয়ার ব্যবস্থা করা ইত্যাদি এই বিভাগের উদ্দেশ্য সমূহের  অন্তর্ভূক্ত

    প্রিয় ইসলামী ভাইয়েরা! সাধারণ যে আত্মীয়-স্বজনের সাথে উঠা-বসা ও মেলামেশা বেশি, তবে তাকে কষ্ট ও অসন্তুষ্টির সম্মুখীন হতে হয়। অতঃপর ভাই বোন একে অপরের খুব নিকটবর্তী হয়। এজন্য একে অপরের মাঝে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনাও বেশি। কিন্তু যদি আমরা শরীয়াতের অনুসরণ ও রীতিনীতিকে আঁকড়ে রাখি, তবে اِنۡ شَآءَ الله এই তিক্ততা ও অসন্তুষ্টির দরজা বন্ধ হয়ে যাবে। বড় ভাই-বোনের উপর ছোটদের কি