Sila Rehmi

Book Name:Sila Rehmi

() সম্পর্ক সংযুক্ত করলে ঘরের সদস্যদের মঝে ভালোবাসা সৃষ্টি হয়, সম্পদে বরকত হয়, আয়ু বৃদ্ধি পায়

(তিরমিযী, কিতাবুল বিররি ওয়াছ ছিলাহ, /৩৯৪, হাদীস: ১৯৮৬)

() নিঃসন্দেহে আল্লাহ পাক এক সম্প্রদায়ের কারণে দুনিয়াকে উজ্জীবিত রাখেন এবং তাদের কারণে সম্পদ বৃদ্ধি করেন, আর যখন থেকে তাদেরকে সৃষ্টি করেছেন তাদের প্রতি অসন্তুষ্টির দৃষ্টিতে তাকাননি আরয করা হলো: ইয়া রাসূলাল্লাহ্  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ! তা কি কারণে? ইরশাদ করলেন: তারা তাদের আত্মীয়দের সাথে সম্পর্ক সুরক্ষিত রাখার কারণে(আল মুজামুল কবীর, ১২/৬৭ পৃষ্ঠা, নং: ১২৫৫৬)

 

আত্মীয়তার বন্ধন সুরক্ষিত রাখার ১০টি উপকারীতা

    হযরত ফকীহ আবুল লাইস সমরকন্দি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আত্মীয়তার বন্ধন সুরক্ষিত রাখার ১০টি উপকারীতা রয়েছে: * আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয় * মানুষের খুশীর কারণ হয় * ফিরিস্তারা খুশী হয় * মুসলমানদের পক্ষ থেকে ব্যক্তির প্রশংসা করা হয় * শয়তান এতে কষ্ট পায় * বয়স বৃদ্ধি পায় * রিযিকে বরকত হয় * মৃত মুসলমান বাপ-দাদারা খুশী হন * একে অপরের প্রতি ভালবাসা বৃদ্ধি পায় * মৃত্যুর পর তার সাওয়াব বেড়ে যায় কেননা, লোকেরা  তার ব্যাপারে কল্যাণের দোয়া করে থাকে (তাম্বীহুল গাফেলীন, ৩৭ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

সম্পর্ক ছিন্ন করার কারণ, খারাপ ধারণা:

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আত্মীয়তার বন্ধন অর্থাৎ আপন আত্মীয়দের সাথে ভালো আচরণ করার মধ্যে সম্মান মর্যাদা, আখিরাতের মুক্তি, আল্লাহ পাকের সন্তুষ্টি, রিযিক বৃদ্ধি এবং হায়াত বৃদ্ধির সাথে সাথে আরো অনেক বরকত রয়েছে। অথচ সম্পর্ক নষ্ট করার মধ্যে আল্লাহ পাকের অসন্তুষ্টি এবং আখিরাতের ধ্বংসের পাশাপাশি দুনিয়াবী ক্ষতিও অনেক। সাধারণত আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার কারণ ভালো ধারণার কমতি ও খারাপ ধারণার আধিক্যতা। আফসোস! আমাদের সমাজে সন্দেহের ভিত্তিতে একে অপরের প্রতি খারাপ ধারণার প্রচলন ব্যাপক। উদাহরণ স্বরূপ- আমরা কোন আত্মীয়কে কোন অনুষ্ঠানে যদি