Book Name:Islam Mukamal Zabita e Hayat Hai
(১) ইরশাদ হচ্ছে: যার তিনজন কন্যা সন্তান বা তিনজন বোন থাকে অথবা দুইজন কন্যা সন্তান কিংবা দুইজন বোন থাকে এবং সে তাদের সহিত উত্তম আচরণ করে আর তাদের ব্যাপারে আল্লাহ পাককে ভয় করে তবে তাদের জন্য রয়েছে জান্নাত।
(তিরমিযী, কিতাবুল ওয়াস সিলাহ, ৩/৩৬৭, হাদীস ১৯২৩)
(২) ইরশাদ হচ্ছে: যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না, আমাদের বড়দের সম্মান করে না এবং আমাদের অধিকার সম্পর্কে অবগত নয়, সে আমাদের নয়। (মু’জামু কবীর, সাইদ বিন জাবীর আন ইবনে আব্বাস, ১১/৩৫৫, হাদীস ১২২৭৬)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আত্মীয়দের ব্যাপারে ইসলামী জীবন বিধান
প্রিয় ইসলামী ভাইয়েরা! যেভাবে ঘরোয়া আত্মীয়ের ব্যাপারে দ্বীন ইসলাম আমাদের শিক্ষা ও নির্দেশনা প্রদান করে এবং একে অপরের অধিকার পালন করার শিক্ষা দেয়, তেমনিভাবে অন্যান্য আত্মীয়ের ব্যাপারেও এই ধর্মে আমাদের জন্য নির্দেশনা, নীতি ও আইন বিদ্যমান।
আত্মীয়দের সাথে সদাচরণ করার ব্যাপারে ইসলাম আমাদের কী আদেশ দিয়েছে এবং আমাদের তাদের সাথে কিরূপ ব্যবহার (Behaviour) করা উচিৎ। আসুন! শ্রবণ করি এবং আত্মীয়দের সহিত সদাচরণ করার পরিপূর্ণভাবে চেষ্টা করি।
৪র্থ পারার সূরা নিসার প্রথম আয়াতে মুবারাকায় আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ اتَّقُوا اللّٰهَ الَّذِیْ تَسَآءَلُوْنَ بِهٖ وَ الْاَرْحَامَؕ-اِنَّ اللّٰهَ كَانَ عَلَیْكُمْ رَقِیْبًا(۱)
(পারা ৪, সূরা নিসা, আয়াত ১)
কানযুল ঈমানের অনুবাদ: এবং আল্লাহকে ভয় করো, যাঁর নাম নিয়ে যাচ্ঞা করো আর আত্মীয়তার প্রতি সজাগ দৃষ্টি রাখো। নিশ্চয়ই আল্লাহ সর্বদা তোমাদেরকে দেখছেন।