Islam Mukamal Zabita e Hayat Hai

Book Name:Islam Mukamal Zabita e Hayat Hai

করা () যে সকল কাজ করলে জীবিত অবস্থায় পিতামাতার কষ্ট হতো, তাঁদের মৃত্যুর পরও সেই কাজ করবে না, কেননা এতে তাঁদের রূহ কষ্ট পায় (১০) মাঝে মাঝে পিতামাতার কবর যিয়ারতের জন্য যাবে তাঁদের কবরে ফাতিহা পাঠ করবে সালাম করবে এবং তাঁদের জন্য মাগফিরাতের দোয়া করবে, এতে পিতামাতার রূহ আনন্দিত হবে এবং ফাতিহার সাওয়াব ফিরিশতারা নূরের থালায় করে তাঁদের সামনে উপস্থাপন করবে আর পিতামাতা খুশি হয়ে তাঁদের সন্তানদের জন্য দোয়া করবে (জান্নাতি যেওর, ৯২-৯৪ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

বড় ভাইয়ের ব্যাপারে ইসলামি শিক্ষা

    হে আশিকানে রাসূল! পিতামাতার পর ভাইবোনের সম্পর্ক (Relation) খুবই নিকটতম গণ্য করা হয়, পিতামাতার মৃত্যুর পর সাধারণত তাদের মাঝে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সুতরাং ভাইবোনের মাঝে অসন্তুষ্টির দরজা বন্ধ করার জন্য পিতামাতার পর পরিবারের সদস্যদের মধ্যে যেই ব্যক্তিত্বের মান মর্যাদাকে ইসলাম শান শওকত দ্বারা ধন্য করেছে এবং যার আদব সম্মানের শিক্ষা দিয়েছে সে হলো বড় ভাই বড় ভাইয়ের সম্মানকে জাগ্রত করে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: حَقُّ كَبِيْرِ الْاِخْوَةِ عَلٰى صَغِيْرِهِمْ حَقُّ الْوَالِدِ عَلٰى وَلَدِهٖ অর্থাৎ বড় ভাইয়ের অধিকার ছোট ভাই বোনদের উপর এমনি যে, যেমনটি পিতার অধিকার তাঁর সন্তানের উপর (শুয়াবুল ঈমান, বাবু ফি বিররুল ওয়ালিদাইন, /২১০, হাদীস ৭৯২৯)

    মনে রাখবেন! বড় ভাইয়ের অন্তরে ছোট ভাইবোনের জন্য পিতার মতোই ভালবাসা ও মমতা রাখা হয়েছে। বড় ভাই পিতার জীবদ্দশায় ছোটদের খেয়াল রাখে, তাদের প্রয়োজনাদি পূরণ করে এবং যদি পিতার মমতার ছায়া উঠে যায় অর্থাৎ পিতার মৃত্যু হয় তখনও নিজের দায়িত্ব ভালভাবে পালন করে থাকে, বড় ভাইয়ের