Islam Mukamal Zabita e Hayat Hai

Book Name:Islam Mukamal Zabita e Hayat Hai

    মাকতাবাতুল মদীনার কিতাব জান্নাতি যেওর” এর ৯২ থেকে ৯৪ পৃষ্ঠায় লিপিবদ্ধ রয়েছে: (১) সাবধান! সাবধান! কখনোই নিজের কোন কথা ও কাজে পিতামাতাকে কোন ধরনের কষ্ট দিও না। যদিওবা পিতামাতা সন্তানের প্রতি অতিরঞ্জিতও (অত্যাচার) করে, তবুও সন্তানের প্রতি ফরয যে, সে যেন কখনোই এবং কোন অবস্থাতেই পিতামাতার মনে কষ্ট না দেয়। (২) নিজের প্রতিটি কথা এবং নিজের প্রতিটি আমলে পিতামাতার সম্মান করা আর সর্বদা তাঁদের সম্মানের প্রতি সজাগ থাকা। (৩) প্রত্যেক জায়িয কাজে পিতামাতর আদেশ (Orders) মান্য করা। (৪) যদি পিতামাতার কোন কিছুর প্রয়োজন হয় তবে জান প্রাণ দিয়ে তাঁদের খেদমত করা। (৫) যদি পিতামাতা নিজেদের প্রয়োজনে সন্তানের সম্পদ ও মালামাল থেকে কোন জিনিস নেয় তবে সাবধান! কখনোই মন খারাপ করো না। অসন্তুষ্টিও প্রকাশ করো না বরং এটা মনে করো যে, আমি এবং আমার সম্পদ সবই পিতামাতারই। হাদীস শরীফে রয়েছে: হুযুরে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এক ব্যক্তিকে ইরশাদ করলেন: اَنْتَ وَ مَالُكَ لِاَبِیْكَ অর্থাৎ তুমি এবং তোমার সম্পদ সবই তোমার পিতার। (ইবনে মাজাহ, কিতাবুত তিজারাত, ৩/৮১, হাদীস ২২৯২) (৬) পিতামাতা ইন্তিকাল হয়ে গেলে তবে সন্তানের প্রতি পিতামাতার হক হলো যে, তাঁদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকা এবং নিজের নফল ইবাদত ও দান খয়রাতের সাওয়াব তাঁদের রূহে পৌঁছাতে থাকা, খাবার এবং শিরনী ইত্যাদিতে ফাতিহা দিয়ে তাঁদের রূহে ইসালে সাওয়াব করতে থাকা। (৭) পিতামাতার বন্ধুবান্ধব এবং তাঁদের সাথে মেলামেশা কারীদের সাথে সুন্দর ও ভাল আচরণ করতে থাকা। (৮) পিতামাতার নিকট যে ঋণ ছিলো, তা আদায় করা বা যেসকল কাজের অসীয়ত করে গেছেন, তাঁদের অসীয়ত অনুযায়ী আমল