Book Name:Islam Mukamal Zabita e Hayat Hai
আসুন! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم’র বাণী শ্রবণ করি যে, ইসলাম প্রতিবেশীদের সম্পর্কে আমাদের কিরূপ নির্দেশনা প্রদান করেছেন এবং আমাদের উপর তাদের হক আদায় করা কিরূপ আবশ্যক করেছেন।
ইরশাদ হচ্ছে: তোমরা কি জানো যে, প্রতিবেশীর হক কী? তা হলো, যখন তারা তোমার নিকট সাহায্য চাইবে তখন তাদের সাহায্য করো, যখন ঋণ চাইবে তখন তাদের ঋণ দাও, যখন মুখাপেক্ষী হবে তখন তাদের দাও, যখন অসুস্থ হবে তখন তাদের দেখতে যাও, যখন তারা কল্যাণময় কিছু পায় তখন তাদের মোবারকবাদ দাও, যখন বিপদ আসে তখন তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করো, যখন মারা যায় তখন তাদের জানাযার সহিত যাও, তাদের অনুমতি ছাড়া নিজের প্রাসাদ উচ্চ করো না যাতে তাদের আলো বাতাস বন্ধ হয়ে যায়, নিজেদের পাত্র দ্বারা তাদের কষ্ট দিও না, তা থেকে তাদেরকেও কিছু দাও, যদি ফল ক্রয় কর তবে তাদের জন্যও পাঠাও, যদি পাঠানো সম্ভব না হয় তবে লুকিয়ে বাড়িতে এনো এবং তোমাদের সন্তানরা যেন তা নিয়ে বাইরে না যায়, কেননা এতে প্রতিবেশীর সন্তানরা কষ্ট পাবে। (শুয়াবুল ঈমান, বাবু ফি ইকরামুল জা’র, ৭/৮৩, হাদীস ৯৫৬০)
ইরশাদ হচ্ছে: আল্লাহ পাকের শপথ! সে পরিপূর্ণ মুমিন হবে না, আল্লাহ পাকের শপথ! সে পরিপূর্ণ মুমিন হবে না, আল্লাহ পাকের শপথ! সে পরিপূর্ণ মুমিন হবে না। আরয করা হলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! কে? ইরশাদ হলো: সে ব্যক্তি, যার প্রতিবেশী তার অন্যায় আচরণের প্রতি ভীতিহীন থাকবে না। (বুখারী, কিতাবুল আদব, ৪/১০৪, হাদীস ৬০১৬)
বর্ণনাকৃত হাদীসে মুবারাকায় সেই মূর্খদের জন্য শিক্ষা রয়েছে, যারা নিজের প্রশান্তির জন্য নিজেরই প্রতিবেশীর কাজে আসার পরিবর্তে বিমুখ হয়ে, ভুলভাবে গাড়ি দাঁড় (Park) করিয়ে,