Islam Mukamal Zabita e Hayat Hai

Book Name:Islam Mukamal Zabita e Hayat Hai

করা আবশ্যক, কেননা তার সাথে সম্পর্ক রাখা এবং সাহায্য করা যেন সেই কবীরা গুনাহে অংশগ্রহণ করাই এবং তা কখনোই জাযিয় নয় (বেহেশতের দুটি কুঞ্জি, ১৯৭ পৃষ্ঠা) কিন্তু যদি সে তার গুনাহে কোন প্রকার সাহায্য না করে এবং তার গুনাহের কারণে এর মাঝে গুনাহের আগ্রহ সৃষ্টি হওয়ার সম্ভাবনা না থাকে তবে সম্পর্ক ছিন্ন করা ওয়াজিব নয় এবং যদি সম্ভব হয় তবে নেকীর দাওয়াত অবশ্যই দিতে থাকুন যাতে সে গুনাহ থেকে বিরত থাকে

    মনে রাখবেন! শরীয়তে সবার হক বর্ণনা করা হয়েছে, কিন্তু শরীয়তের সীমা অনুযায়ী পিতামাতা হোক বা আত্মীয় স্বজন, ভাইবোন হোক বা প্রতিবেশী, অধিকার তখনই আদায় করা হবে, যখন তা শরীয়ত সম্মত হয়, যদি পিতামাতা বা আত্মীয় স্বজন অথবা বন্ধু শরীয়ত বিরোধী কাজের আদেশ দিবে তখন কারো আনুগত্য করা যাবে না এবং আত্মীয়তাও রক্ষা করা যাবে না বরং আল্লাহ পাক এবং রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আনুগত্যই করা হবে, কেননা আল্লাহ পাকের অবাধ্যতামূলক কাজে সৃষ্টির মধ্যে কারো আনুগত্য করা যাবে না এই পয়েন্টটি সম্পর্কে আমাদের সর্বদা সজাগ থাকা উচিৎ এবং সকল ক্ষেত্রে এর উপর আমল করা আবশ্যক

সামাজিক প্রেক্ষাপটে ইসলামী নির্দেশনার উল্লেখযোগ্য দিক

    প্রিয় ইসলামী ভাইয়েরা! সমাজে বসবাসকারীদের মধ্যে সবচেয়ে বেশি যাদের প্রয়োজন পরে তা হলো প্রতিবেশি (Neighbour) اَلْحَمْدُ لِلّٰه ইসলামের মনুষত্বে এটা অনেক বড় দয়া অনুগ্রহ যে, তা প্রতিবেশীদের সাথেও উত্তম আচরণ করার আদেশ দিয়ে আপন অনুসারীদেরকে একে অপরের সম্মানের হিফাযতকারী বানিয়ে দিয়েছে