Islam Mukamal Zabita e Hayat Hai

Book Name:Islam Mukamal Zabita e Hayat Hai

পিতামাতা সন্তানের উন্নতির জন্য কোন উপদেশ দিলে তখন তাঁদের দিকে কড়াভাবে তাকানো হয়, তাঁদেরকে ধমকানো হয়, কষ্ট দেয়া হয় এবং ঘর থেকে বের করে দেয়ার ধমক দেয়া হয়, অথচ ব্যাপারটি এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, অনেক দেশে তো ঘর থেকে বের করে দেয়া এবং সন্তান কর্তৃক কষ্ট দেয়া পিতামাতাকে দেখাশুনার জন্য রীতিমতো ওল্ড হাউস (Old House) প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে এই বেচারাদের সারা জীবন নিজেদের সন্তান থেকে দূরত্বের কষ্ট, তাদের স্মরণে কান্না করতে করতে এবং চোখের পানি মুছতে মুছতে কেটে যায় মনে রাখবেন! ইসলাম এই বিষয়গুলোকে কঠোরভাবে মন্দ বলে বর্ণনা করেছে, পিতামাতার সম্মান এবং তাঁদের অধিকার পূরণ করার ব্যাপারে ইসলামে খুবই স্পষ্টভাবে দিক নির্দেশনা বিদ্যমান, পিতামাতার অধিকার পূরণ করা এবং তাঁদের সম্মান করার জন্য ইসলাম যেভাবে উৎসাহ নির্দেশ প্রদান করেছে, তা উদাসীনদের জাগ্রত করার জন্য যথেষ্ট পিতামাতার সহিত সদাচরণ করার নির্দেশ দিয়ে আল্লাহ পাক ১৫তম পারার সূরা বনী ইসরাঈলের ২৩ ২৪ নং আয়াতে ইরশাদ করেন:

وَ بِالْوَالِدَیْنِ اِحْسَانًاؕ-اِمَّا یَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّ لَا تَنْهَرْهُمَا وَ قُلْ لَّهُمَا قَوْلًا كَرِیْمًا(۲۳) وَ اخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَ قُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّیٰنِیْ صَغِیْرًاؕ(۲۴)

(পারা ১৫, বনী ইসরাঈল, আয়াত ২৩,২৪)

কানযুল ঈমানের অনুবাদ: এবং যেন মাতাপিতার প্রতি সদ্ব্যবহার করো যদি তোমার সামনে তাদের মধ্যে একজন কিংবা উভয়ে বার্ধক্যে উপনীত হয়ে যায় তবে তাদেরকে উহ্ বলো না এবং তাদেরকে তিরস্কার করো না আর তাদের সাথে সম্মানসূচক কথা বলবে এবং তাদের জন্য নম্রতার বাহু বিছাও নম্র হৃদয়ে; আর আরয করো, ‘হে আমার রব! তুমি তাদের উভয়ের উপর দয়া করো যেভাবে তারা উভয়ে আমাকে শৈশবে প্রতিপালন করেছিলেন