Islam Mukamal Zabita e Hayat Hai

Book Name:Islam Mukamal Zabita e Hayat Hai

ময়লা পানি ছেড়ে দিয়ে, উচ্চ আওয়াজে স্পিকার চালিয়ে বা অন্যান্য ভাবে তাদের কষ্ট দেয়াতে কোন লজ্জাবোধ (Shame) বা দ্বিধা করে না, নিঃসন্দেহে তাদের এই আচরণ ইসলামী শিক্ষার বিরোধী, কেননা ইসলাম তো প্রতিবেশীর হকের সবচেয়ে বেশি অগ্রগামী এবং আমাদের এটাই শিক্ষা দেয় যে, আপন প্রতিবেশীর জন্য সেটাই পছন্দ করো যা তোমরা তোমাদের জন্য পছন্দ করো

    রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: সেই পবিত্র স্বত্ত্বার শপথ, যাঁর কুদরতের আয়ত্তে আমার প্রাণ রয়েছে! বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের প্রতিবেশী বা ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে না, যা নিজের জন্য পছন্দ করে (মুসলিম, কিতাবুল ঈমান, ৪৭ পৃষ্ঠা, হাদীস ৪৫)

    اَلْحَمْدُ لِلّٰه আমাদের বুযুর্গানে দ্বীন رَحِمَہُمُ اللهُ الْمُبِيْن এর মুবারক জীবন ইসলামের ধাঁচে ঢালা ছিলো, এই কারণেই সেই মনিষীরা তাঁদের প্রতিবেশীদের খোঁজখবর নেয়াতে অগ্রগামী থাকতেন আসুন! উৎসাহ গ্রহণার্থে একটি ঈমানোদ্দীপক ঘটনা শ্রবণ করি

খাজা গরীবে নেওয়াজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এবং প্রতিবেশীর হক

    হযরত খাজা গরীবে নেওয়াজ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর প্রতিবেশীর প্রতি অনেক খেয়াল রাখতেন, তাঁদের খোঁজখবর নিতেন, যদি কোন প্রতিবেশীর ইন্তিকাল হয়ে যেতো তবে তার জানাযায় অবশ্যই তাশরীফ নিয়ে যেতেন, তাকে দাফন করার পর যখন লোকেরা ফিরে যেতো তখন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একা তার কবরের পাশে বসে তার জন্য মুক্তি মাগফিরাতের দোয়া করতেন, তার পরিবারের সদস্যদের ধৈর্যধারণের জন্য বলতেন এবং তাদের সান্ত্বনা দিতেন (বেহতর কোন, ৬২ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد