Book Name:Islam Mukamal Zabita e Hayat Hai
হবে, যেমন খাদেমের সঙ্গ মুনিবের সাথে হয়, এটা উদ্দেশ্য নয় যে, ব্যবসায়ীরা নবী হয়ে যাবে, ভাল ব্যবসায়ী হলো বাদশাহ, মন্দ ব্যবসায়ী হলো ফাজির (গুনাহগার)। (মিরাতুল মানাজিহ, ৪/২৪৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন যে, শরীয়ত অনুযায়ী ব্যবসা করলে কিরূপ বরকত নসীব হয়ে থাকে, কিন্তু আফসোস! দ্বীনের জ্ঞান থেকে দূরত্ব এবং রাতারাতি সম্পদশালী হওয়ার সোনালী স্বপ্ন দ্রষ্টার অনুচিত মানসিকতার কারণে এখন ব্যবসার মতো পবিত্র পেশা مَعَاذَ الله মিথ্যা, গীবত, চুগলী, অপবাদ লেপন, লুটতরাজ, ক্ষতিসাধন, হিংসার আগুনে জ্বলে পুড়ে বান মারা ও কালো জাদু করা, কুদৃষ্টি, ওয়াদা খেলাফী, সুদী লেনদেন, ধোকাবাজি, লোভ, ঘুষের লেনদেন, হারামভক্ষণ, মিথ্যা শপথ করা এবং কৃত্রিম দাম বৃদ্ধি করাসহ অসংখ্য মন্দ কাজের সমষ্টি হয়ে গেছে। সম্ভবত এগুলো ইসলামী শিক্ষা এবং ব্যবসার মৌলিক মাসয়ালা থেকে মুখ ফিরিয়ে নেয়ার প্রতিফল। ব্যবসায়ীক লেনদেনের ব্যাপারে সাহাবায়ে কিরামের عَلَیْہِمُ الرِّضْوَان যুগ খুবই শানদার ছিলো, কেননা তাঁদের মুবারক যুগে শুধু ওই ব্যবসায়ীদেরই বাজারে আসার অনুমতি থাকতো, যারা আলিম এবং সুদের গুনাহ থেকে বিরত ছিলো।
আমিরুল মুমিনীন হযরত ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ বলতেন: “আমাদের বাজারে সেই ব্যক্তি আসবে, যে দ্বীনের ব্যাপারে জ্ঞানী, যদি এরূপ না হয় তবে সে সুদ খাওয়ার মধ্যে লিপ্ত হয়ে যাবে।” (তাফসীরে কুরতুবী, ৩য় পারা, সূরা বাকারা, ২৭৫ নং আয়াতের পাদটিকা, ৩য় অংশ, ৪/২৬৭)