Book Name:Islam Mukamal Zabita e Hayat Hai
১২টি দ্বীনি কাজের মধ্যে একটি কাজ: ফজরের জন্য জাগানো
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, সত্যিকার অর্থে ইসলামী শিক্ষার ওপর আমল করার জন্য, নেককার নামাযী হওয়ার জন্য আশিকে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর ১২টি দ্বীনি কাজে সক্রিয়ভাবে অংশ নিন! দাওয়াতে ইসলামীর ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি কাজ হলো: ফজরের জন্য জাগানো।
মানুষকে ফজরের নামাযের জন্য জাগানো শেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাত। اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর সাথে জড়িত আশিকে রাসূল রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সুন্নাতের ওপর আমলের প্রেরণার অধীনে ফজরের নামাযের আগে অলিতে-গলিতে গিয়ে উচ্চস্বরে দরূদ ও সালাম পড়েন এবং মানুষকে বিছানা ছেড়ে ফজরের নামাযের জন্য যেতে উৎসাহিত করেন। আপনিও এই দ্বীনি কাজে অংশ নিন, সকালে তাড়াতাড়ি উঠুন, আল্লাহ পাক নসীব করলে তাহাজ্জুদের নামায আদায় করুন, যিকির ও দরূদ পড়ুন, ফজরের আযানের পর মাদানী মারকায কর্তৃক প্রদত্ত পদ্ধতি অনুযায়ী মানুষকে ফজরের নামাযের জন্য জাগান। এই আমলের বরকতে اِنْ شَآءَ الله অসংখ্য সাওয়াব অর্জিত হবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হালাল রোজগারের মাদানী ফুল
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন, হালাল রোজগার সম্পর্কে কিছু মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুটি বাণী লক্ষ্য করুন: (১) পবিত্র উপার্জনের অধিকারীর জন্য জান্নাত রয়েছে। (আল মুজামুল কাবীর, ৫/৭২, হাদীস: ৪৬১৬)