Book Name:Islam Mukamal Zabita e Hayat Hai
ধমক দেয়া, গাল দেয়া ইত্যাদি। স্ত্রী বেচারী পেছনে পেছনে ঘুরে আর স্বামী সাহেব ফেরআউন হয়ে আগে আগে চলে, স্ত্রীর বাড়ি থেকে সরাসরি বা স্ত্রীর মাধ্যমে নিত্য নতুন চাহিদা যেতে থাকে, কখনো এটা দিতে হবে এবং কখনো ঐটা দিতে হবে। মোটকথা অত্যাচার ও নিপীড়ণের কোন পর্যায়টি অবশিষ্ট রয়েছে, যা আমাদের ঘরে নেই। আল্লাহ পাক যেন কুরআনে পাকের এই আয়াত সেই মানুষদের বুঝার তৌফিক দান করে এবং তারা যেন তাদের এই মন্দ আচরণ থেকে বিরত থাকে। তাছাড়া এই আয়াতের আলোকে তারাও ভাবুন, যারা ইসলাম সম্পর্কে ঘৃণ্য কথা বলে এবং আকারে ইঙ্গিতে বলে যে, ইসলাম মহিলাদের জন্য অনেক কঠিন। এবার দেখুন যে, ইসলাম মহিলাদের জন্য কঠোরতা করছে নাকি তাদেরকে কঠোরতা থেকে মুক্তি দিয়েছে?
(তাফসীরে সীরাতুল জিনান, ৪র্থ পারা, বাকারা, ১৯ নং আয়াতের পাদটিকা, ২/১৬৭)
মনে রাখবেন! ইসলামের পূর্বে মহিলাদের অবস্থা খুবই খারাপ ছিলো, পুরুষের দৃষ্টিতে মহিলাদের মানবিক চাহিদা পূরণ করার “খেলনা” ছাড়া আর কোন মর্যাদা ছিলো না, মহিলারা দিনরাত পরিশ্রম করে যা কিছু উপার্জন করতো, তাও পুরুষকে দিয়ে দিতো, কিন্তু অত্যাচারী পুরুষরা তবুও সেই মহিলাদের কোন গুরুত্ব দিতো না, বরং পশুর ন্যায় তাদেকে মারতো পিটতো, সামান্য কথাতেই মহিলাদের কান নাক ইত্যাদি অঙ্গ কেটে দিতো এবং কখনো তো হত্যাও করে দিতো, আরবের লোকেরা কন্যা সন্তানকে জীবিত মাটিতে পুতে ফেলতো আর পিতার মৃত্যুর পর তার ছেলেরা যেভাবে পিতার সম্পত্তি ও মালামালের মালিক হতো, তেমনিভাবে নিজের পিতার স্ত্রীদেরও মালিক হয়ে যেতো আর সেই মহিলাদের জোর করে দাসি বানিয়ে রাখতো, মহিলারা তাদের পিতামাতা, ভাইবোন বা স্বামীর পরিত্যক্ত সম্পত্তি (Inheritance) থেকে কোন অংশ পেতো না, মহিলারা কোন