Islam Mukamal Zabita e Hayat Hai

Book Name:Islam Mukamal Zabita e Hayat Hai

কানযুল ঈমানের অনুবাদ: আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ দিলাম এবং তোমাদের উপর আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম আর তোমাদের জন্য ইসলামকে দ্বীন মনোনীত করলাম

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! দ্বীন ইসলাম মহিলাদের অনেক অধিকার বর্ণনা করেছে এবং তাদেরকে সমাজে ওই মর্যাদা সম্মান দান করেছে, যা মনুষত্বকে গর্বিত করে দিয়েছে

নারীদের সাথে সদাচরণ

আল্লাহ পাক কুরআনে করীমে নারীদের অধিকার আদায় করা সম্পর্কে সূরা নিসার ১৯ নং আয়াতে ইরশাদ করেন:

یٰۤاَیُّهَا  الَّذِیْنَ  اٰمَنُوْا  لَا  یَحِلُّ  لَكُمْ  اَنْ  تَرِثُوا  النِّسَآءَ  كَرْهًاؕ-وَ  لَا  تَعْضُلُوْهُنَّ  لِتَذْهَبُوْا  بِبَعْضِ   مَاۤ  اٰتَیْتُمُوْهُنَّ  اِلَّاۤ  اَنْ  یَّاْتِیْنَ  بِفَاحِشَةٍ  مُّبَیِّنَةٍۚ-وَ  عَاشِرُوْهُنَّ  بِالْمَعْرُوْفِۚ-فَاِنْ  كَرِهْتُمُوْهُنَّ  فَعَسٰۤى  اَنْ  تَكْرَهُوْا  شَیْــٴًـا  وَّ  یَجْعَلَ  اللّٰهُ  فِیْهِ  خَیْرًا  كَثِیْرًا(۱۹)

(পারা , সূরা নিসা, আয়াত ১৯)

কানযুল ঈমানের অনুবাদ: হে ঈমানদারগণ! তোমাদের জন্য হালাল নয় যে, নারীদের উত্তরাধিকারী হয়ে যাবে জোরপূর্বক এবং স্ত্রীগণকে বাধা দিওনা উদ্দেশ্যে যে, যে মোহর তাদেরকে দিয়েছিলে তা থেকে কিছু নিয়ে নেবে, কিন্তু এমতাবস্থায় যে, তারা প্রকাশ্য ব্যভিচারে লিপ্ত হয়ে যায় এবং তাদের সাথে সৎভাবে জীবন-যাপন করো অতঃপর যদি তারা তোমাদের অপছন্দ হয়, তবে এটা সন্নিকটে যে, কোন বস্তু তোমাদের নিকট অপছন্দনীয় হয় আর আল্লাহ সেটার মধ্যে অসংখ্য কল্যাণ রেখেছেন

    আল্লামা কুরতুবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর প্রসিদ্ধ ও বিখ্যাত তাফসীরে কুরতুবীতে বলেন: ইসলামের পূর্বে আরববাসীদের এরূপ রীতি ছিলো যে, মানুষ সম্পদের ন্যায় আপন আত্মীয়দের স্ত্রীদেরও ওয়ারিশ হয়ে যেতো অতঃপর যদি চাইতো তবে মোহর ছাড়াই তাদেরকে নিজেদের স্ত্রী হিসেবে রেখে দিতো বা অন্য কারো