Book Name:Islam Mukamal Zabita e Hayat Hai
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! اَلْحَمْدُ لِلّٰه ইসলাম (Islam) একটি শান্তিকামী, সত্য, সুন্দর, পরিপূর্ণ ও নির্ভুল, খুবই দ্রুত ছড়িয়ে পড়া সার্বজনীন ধর্ম, ইসলাম এমন একটি ধর্ম যার অনুসারীদের সংখ্যা পুরো দুনিয়ায় সবচেয়ে বেশি, ইসলামে দ্বীনি, ইহকালীন, পরকালীন, চারিত্রিক, প্রকাশ্য, অপ্রকাশ্য, পারিবারিক, বংশীয়, সামাজিক এবং অর্থনৈতিক বরং প্রত্যেক ব্যাপারে জীবন ব্যবস্থার সকল বিভাগের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য অনন্য নিময় ও নীতি এবং নির্দেশনা বিদ্যমান রয়েছে। যা এই সত্যকে প্রমাণ করে যে, “ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান”। اَلْحَمْدُ لِلّٰه শুধুমাত্র ইসলামই আল্লাহ পাকের পছন্দনীয় ধর্ম, যেমনটি ৬ষ্ঠ পারা সূরা মায়েদার ৩ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:
اَلْیَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِیْنَكُمْ وَ اَتْمَمْتُ عَلَیْكُمْ نِعْمَتِیْ وَ رَضِیْتُ لَكُمُ الْاِسْلَامَ دِیْنًاؕ-
(পারা ৬, সূরা মায়েদা, আয়াত ৩)