Islam Mukamal Zabita e Hayat Hai

Book Name:Islam Mukamal Zabita e Hayat Hai

আর্থিক প্রেক্ষাপটে ইসলামী নির্দেশনার উল্লেখযোগ্য দিক

    প্রিয় ইসলামী ভাইয়েরা! ব্যবসা একটি পবিত্র পেশা এবং আম্বিয়ায়ে কিরামের عَلَیْهِمُ السَّلَام প্রিয় সুন্নাতও, যাতে অনেক বরকত রাখা হয়েছে اَلْحَمْدُ لِلّٰه ব্যবসায়িক কার্যকলাপ বিশুদ্ধভাবে করার জন্য ইসলামে আমাদের জন্য স্পষ্ট বিধানাবলী বিদ্যমান, সুতরাং যদি ব্যবসার সাথে সম্পৃক্ত ব্যক্তিরা এই বিধানগুলো শিখে এর আলোকে ব্যবসায়িক দায়িত্ব পালন করে তবে اِنْ شَآءَ الله তাদের দুনিয়া আখিরাতে অনেক কল্যাণ এবং বরকত নসীব হবে আসুন! সম্পর্কে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুটি বাণী শ্রবণ করি

() ইরশাদ হচ্ছে: নিশ্চয়ই গুনাহের মধ্যে কিছু গুনাহ এমন, যা রিযিক অনুসন্ধানের ইচ্ছাই মিটিয়ে দিতে পারে (মুজামু আওয়াত, মান ইসমুহু আহমদ, /৪২, হাদীস ১০২)

() ইরশাদ হচ্ছে: সত্যিকার আমানতদার ব্যবসায়ী (কিয়ামতের দিন) আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام, সিদ্দিকগণ এবং শহীদদের رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْن সাথেই থাকবে

 (তিরমিযী, কিতাবুল বুয়ু, /, হাদীস ১২১৩)

াকীমুল উম্মত হযরত মুফতী আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনাকৃত দ্বিতীয় হাদীসে পাকের ব্যাখ্যা করতে গিয়ে বলেন: এ থেকে জানা গেলো! অন্যান্য পেশা থেকে ব্যবসা হলো উত্তম পেশা, অতঃপর ব্যবসায় খাদ্য শস্য, অতঃপর কাপড়, অতঃপর আতরের ব্যবসা উত্তম। প্রয়োজনীয় জীবিকা এবং প্রয়োজনীয় দ্বীনি ব্যবসা অন্যান্য ব্যবসা থেকে উত্তম অতঃপর সত্যিকার ব্যবসায়ী মুসলমান খুবই সৌভাগ্যবান, কেননা তার নবী ও অলীদের সাথে হাশর নসীব হবে। (আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام, সিদ্দিকগণ এবং শহীদদের رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْن সাথে থাকার বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে মুফতী সাহেব বলেন:) কিন্তু এই সঙ্গ এমন