Islam Mukamal Zabita e Hayat Hai

Book Name:Islam Mukamal Zabita e Hayat Hai

এতো অনুগ্রহ এই বিষয়ের দাবী করে যে, ছোট ভাইবোনেরাও তাদের আদব করবে, পিতামাতার অবর্তমানে তাদেরকে নিজের পিতামাতার মর্যাদা দিবে, অন্যথায় তাদেরকে নিজের তত্ত্বাবধায়ক মনে করবে, তাদের গীবত, চুগলী এবং তাদের সম্পর্কে কু-ধারণা করা থেকে বিরত থাকবে, এমনকি তাদের জায়িয চাহিদা এবং নির্দেশের উপর আমল করবে, সর্বদা তাদের সাথে ভাল সম্পর্ক রাখবে আর যদি কখনো তারা অসন্তুষ্ট হয়ে যায় তবে স্বয়ং নিজে থেকেই তাদের নিকট ক্ষমা চাইবে এবং তাদেরকে মানানোর জন্য যতভাবে সম্ভব চেষ্টা করবে

বড় ভাইয়ের সাথে সদাচরণ করুন

    হযরত জাবির বিন হাযিম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি একবার স্বপ্নে দেখলাম যে, আমার মাথা ছিলো আমার হাতে, এর তাবীর (ব্যাখ্যা) জানার জন্য আমি আমার এই স্বপ্ন হযরত ইমাম ইবনে সিরীন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে শুনালাম (যিনি স্বপ্নের ব্যাখ্যা জানা অভিজ্ঞ ছিলেন) তিনি আমাকে জিজ্ঞাসা করলেন: তোমার পিতামাতার মধ্যে কি কেউ বেঁচে আছেন? আমি বললাম: না বললেন: তোমার কি কোন বড় ভাই আছে? আমি বললাম: জি হ্যাঁ তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: আল্লাহ পাককে ভয় করো, তার সাথে সদাচরণ করো এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকো

(শুয়াবুল ঈমান, বাবু ফি বিররুল ওয়ালিদাইন, /২১০, নম্বর-৭৯২৮)

ছোটদের প্রতি স্নেহ

    প্রিয় ইসলামী ভাইয়েরা! ইসলাম যেখানে ছোটদেরকে বড় ভাইয়ের আদব সম্মান করার শিক্ষা দেয়, তেমনি বড়দেরও আদেশ দিয়েছে যে, তারাও যেন ছোট ভাইবোনদের প্রতি স্নেহ ভালবাসা সূলভ আচরণ করে আসুন! উৎসাহ লাভের জন্য প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুটি বাণী শ্রবণ করি: