Amad e Mustafa Marhaba Marhaba

Book Name:Amad e Mustafa Marhaba Marhaba

হযরত ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا বর্ণনা করেন: সায়্যিদা আমিনা (رَضِیَ اللهُ عَنْہَا) বলেছেন, স্বপ্নে কোনো এক ঘোষক বললেন: হে আমিনা! আপনি خَیْرُ الْعَالَمِیْن (সমস্ত জগতের শ্রেষ্ঠ)-এর মা হতে চলেছেন, যখন জন্ম হবে তখন তাঁর নাম مُحَمَّد صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রাখবেন এবং নিজের বিষয়টি গোপন রাখবেন...!! (মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ, আল-মাকসাদুল আওয়াল, /৬৫) তিনি আরও বলেন: যখন শুভাগমনের সময় হলো, আমি ঘরে একা ছিলাম, হযরত আব্দুল মুত্তালিব (رَضِیَ اللهُ عَنْہُ) তাওয়াফ করতে গিয়েছিলেন, সেদিন সোমবার (Monday) ছিল আমি একটি হৃদয় কাঁপানো আওয়াজ শুনলাম, তারপর মনে হলো যেন একটি পাখি সাদা ডানা দিয়ে আমাকে স্পর্শ করলো, এতে আমার ভয় কেটে গেল তারপর সাদা রঙের শরবত আনা হলো, সম্ভবত তা দুধ ছিল, আমার পিপাসা লেগেছিল, আমি শরবত পান করলাম, তখন আমার থেকে নূর উপরে চলে আসলো তারপর লম্বা মহিলারা আমাকে ঘিরে ফেললেন, আমি ভাবলাম যে এরা আবদে মানাফের মহিলারা, আমি আশ্চর্য হয়ে ভাবছিলাম যে তারা আমার সম্পর্কে কীভাবে জানতে পারলো তাঁদের মধ্যে একজন বললেন: আমি আসিয়া, অন্যজন বললেন: আমি মারইয়াম বিনতে ইমরান, এবং বাকি মহিলাদের দিকে ইশারা করে বললেন: এরা হলো হুর

আমার অবস্থা কঠিন হয়ে যাচ্ছিল, অদ্ভুত আওয়াজ আমাকে বারবার ভীত করে তুলছিল এমন সময় দেখলাম: জমিন থেকে আসমান পর্যন্ত সাদা রেশমি কাপড় (এক ধরনের রেশমি বস্ত্র) টাঙিয়ে দেওয়া হয়েছে এবং কিছু লোক রূপার পাত্র নিয়ে বাতাসে দাঁড়িয়ে আছে আমার ঘাম বের হচ্ছিল, যার ফোঁটাগুলো মুক্তার মতো এবং সুগন্ধি কস্তুরীর মতো