Book Name:Amad e Mustafa Marhaba Marhaba
اَلْحَمْدُ لِلّٰه আমরা মুসলমান, রাসূলের প্রেমিক, আমাদের প্রিয় নবী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুনিয়াতে আগমনে খুশি। অতএব খুব উৎসাহ ও উদ্দীপনার সাথে এই খুশির প্রকাশ করুন! প্রতিটি ঘর সাজান! গলিও সাজান! খুব সারা জাগান! اَلْحَمْدُ
لِلّٰه সাধারণত আশিকানে রাসূলদের প্রায় সমস্ত মসজিদে মিলাদের মাহফিল অনুষ্ঠিত হয়, এর সাথে সাথে চেষ্টা করুন যে, ধনী হোক বা গরীব, প্রত্যেক আশিকানে রাসূল যেন নিজের ঘরেও মিলাদের মাহফিলের আয়োজন করে। যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, তারা চাইলে বড় পরিসরে মাহফিলের আয়োজন করুক এবং যারা গরীব, তারাও নিজেদের সামর্থ্য অনুযায়ী ঘরে মাহফিলের আয়োজন করুক।
যদি পারেন সংক্ষিপ্ত প্রোগ্রাম করুন কিন্তু মিলাদের মাহফিল অবশ্যই সাজান। কোনো সমস্যা নেই, নিজের ঘরে যেখানে সুবিধা হয় পর্দার আয়োজন করে জায়গা নির্দিষ্ট করুন! মহল্লার বেশি না হলেও ৮-১০ জন ইসলামী ভাইকে দাওয়াত দিন! মহল্লার মসজিদের আশিকে রাসূল ইমাম সাহেবের খিদমতে আরয করুন! اِنْ شَآءَ الله তিনি যিকরে মাহবুবের জন্য নিষেধ করবেন না। সংক্ষিপ্ত তিলাওয়াত হোক, ১-২টি না'ত পড়ে নিন! ইমাম সাহেব ১৫-২০ মিনিট বয়ান করে দেবেন। যদি ইমাম সাহেব বা কোনো আশিকে রাসূল মুবাল্লিগের ব্যবস্থা নাও হয়, তাহলেও কোনো সমস্যা নেই, শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা আছে: বসন্তের প্রভাত। একইভাবে মাকতাবাতুল মদীনার আরও অনেক রিসালা আছে; যেমন কালো গোলাম, ভয়ানক উট, বৃদ্ধ পূজারী,