Book Name:Amad e Mustafa Marhaba Marhaba
মধ্যে ৩১ নং একটি নেক আমল হলো: আপনি কি আজ এই সুন্নাতগুলোর উপর কিছু আমল করেছেন? (মিসওয়াক, ঘরে আসা-যাওয়া, ঘুমানো-জাগ্রত হওয়া, কিবলামুখী হয়ে বসা ইত্যাদি)। এই নেক আমলের উপর আমল করার বরকতে আমরা অনেক সুন্নাতের উপর আমলকারী হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের উপর আমলকারী বানিয়ে দিক। আমীন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! সৎ সঙ্গের ব্যাপারে কিছু মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুইটি বাণী লক্ষ্য করুন: (১) ইরশাদ হয়েছে: اَلْمَرْءُ مَعَ مَنْ اَحَبَّ অর্থাৎ, মানুষ তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে বা মুহাব্বাত করে। (মুসলিম, কিতাবুল বির, পৃষ্ঠা ১০৮৮, হাদীস: ২৬৪১) (২) ইরশাদ হয়েছে: اَلْمَرْءُ عَلیٰ دِیْنِ خَلِیْلِہِ فَلْیَنْظُرْ اَحَدُ کُمْ مَنْ یُّخَالِلُ অর্থাৎ, মানুষ তার বন্ধুর দ্বীন এবং তার চালচলনের উপর থাকে, অতএব জরুরি যে সে দেখুক কার সাথে বন্ধুত্ব করছে। (মুসনাদে ইমাম আহমদ, ৩/৩৩৩, হাদীস: ৮৪২৫) ó ভালো ও মন্দ সঙ্গীর উদাহরণ হলো সুগন্ধ বহনকারী এবং কামারের হাপর ফুঁকদানকারীর মতো। সুগন্ধ বহনকারী হয়তো তোমাকে এমনিতেই কিছু দিয়ে দেবে, অথবা তুমি তার থেকে কিছু কিনে নেবে, অথবা তুমি তার থেকে ভালো সুগন্ধ পাবে। আর কামারের হাপর ফুঁকদানকারী হয়তো তোমার কাপড় জ্বালিয়ে দেবে অথবা তুমি তার থেকে দুর্গন্ধ পাবে। (মুসলিম, কিতাবুল বিররি ওয়াস সিলাহ, ১০৮৪, হাদীস: ২৬২৮) ó হাদীস শরীফে বর্ণিত রয়েছে: বড়দের সাহচর্যে বস, আলেমদেরকে প্রশ্ন করো এবং