Book Name:Amad e Mustafa Marhaba Marhaba
আল্লাহ পাক আমাদের এই মোবারক মাসের বরকত নসীব করুক। ó আমরাও (জশনে বিলাদাত) শুভাগমনের খুশিতে আলোকসজ্জা করবো, ó ঘর সাজাব, ó গলি সাজাব, ó বেশি পরিমাণে কুরআন তিলাওয়াত করবো, ó অধিক হারে দরূদ শরীফ পাঠ করবো, ó প্রিয় মাহবুবের যিকিরের মাহফিল সাজাব, ó গুনাহ থেকে বেঁচে ó শরীয়তের সীমার মধ্যে থেকে খুব ধুমধামের সাথে মিলাদ উদযাপন করবো। ó এই সবকিছু ইখলাসের সাথে ó আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য করবো।
اِنْ شآءَ الله দ্বীন ও দুনিয়ার অগণিত বরকত নসীব হবে-আল্লাহ পাক তাওফীক নসীব করুক। اٰمِين
بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
سرکار کی آمد! مرحبا! سردار کی آمد! مرحبا!
اچھّے کی آمد! مرحبا! سچّے کی آمد! مرحبا!
مختار کی آمد! مرحبا! غمخوار کی آمد! مرحبا!
بشیر کی آمد! مرحبا! نذیر کی آمد! مرحبا!
مُنیر کی آمد! مرحبا! بَصیر کی آمد! مرحبا!
حُضُور کی آمد! مرحبا! پُرنور کی آمد! مرحبا!
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের প্রিয় নবী রাসূলে আরবী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ। ó اَلْحَمْدُ
لِلّٰه কুরআনুল কারীমে মোট ৭ হাজারেরও বেশি স্থানে প্রিয় নবী صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم