Amad e Mustafa Marhaba Marhaba

Book Name:Amad e Mustafa Marhaba Marhaba

নূরওয়ালা চেহারা, নূরের খেলনা, মিলাদ প্রেমিক বাদশাহ এর মধ্যে যেকোনো রিসালা বা শানে মোস্তফার উপর লেখা ১২টি বয়ানের সংক্ষিপ্ত কিতাব সংগ্রহ করুন! চাইলে দা'ওয়াতে ইসলামীর ওয়েবসাইট www.dawateislami.net থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিন! নিজেই পড়ে শুনিয়ে দিন! বয়ান হয়ে যাবে শেষে নিজের সাধ্য অনুযায়ী (শিরনি/মিষ্টি) ইত্যাদি বিতরণ (Distribute) করে দিন! যদি মিষ্টিও পাওয়া না যায়, তবে কোনো সমস্যা নেই, যা সহজলভ্য হয়, তাই হবে মিলাদ পালনের জন্য লঙ্গর বা মিষ্টি ইত্যাদি জরুরি নয়, আল্লাহ পাকের দরবারে টাকা-পয়সা এবং আয়োজন নয় বরং অন্তরের ইখলাস (একনিষ্ঠতা) কবুল হয় অতএব আল্লাহ পাক যে তাওফীক দিয়েছেন, মাহফিলে অংশগ্রহণকারীদের খিদমতে পেশ করে দিন! মিলাদের মাহফিল হয়ে যাবে, এর সদকায় اِنْ شَآءَ الله  সারা বছর ঘরে বরকত থাকবে

৩১ নং নেক আমলের প্রতি উৎসাহ

প্রিয় ইসলামী ভাইয়েরা! নিজেদের অন্তরে ইশকে রাসূল বৃদ্ধির জন্য, নিজেদের চরিত্র সুন্দর করার জন্য এবং সুন্নাতের উপর আমলকারী হওয়ার জন্য দা'ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান যেলী হালকার ১২টি দ্বীনি কাজে উৎসাহের সাথে অংশ নিন ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি হলো প্রতিদিন নেক আমল রিসালা পূরণ করা নেক আমল রিসালার উপর আমল করার বরকতে সুন্নাত অন্যান্য নেক আমলের অভ্যাসের পাশাপাশি গুনাহ থেকে বাঁচার মানসিকতা তৈরি হবে শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত হযরত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর দেওয়া ৭২টি নেক আমলের