Book Name:Amad e Mustafa Marhaba Marhaba
লাদুন্নিয়্যাহ, আল-মাকসাদুল আওয়াল, ১/৬২-৬৩) ó কুরাইশ গোত্রের যারা কঠিন দুর্ভিক্ষের শিকার ছিল, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শুভ আগমনের দিনগুলোতে সেই দুর্ভিক্ষ দূর হলো, জমিন সবুজ-শ্যামল (Lush Green) হয়ে গেল এবং গাছপালা ফলদায়ক (Fruitful) হয়ে গেল, এইজন্য এই বছরটিকে سَنَۃُ الْفَتْحِ وَالْاِبْتِہَاجِ (বিজয় ও আনন্দের বছর) নাম দেওয়া হলো। (মাওয়াহিবুল লাদুন্নিয়াহ, আল-মাকসাদুল আওয়াল, ১/১)
উম্মে মোস্তফা, সায়্যিদা আমিনা (رَضِیَ اللهُ عَنْہَا) বলেন: একদিন আমি তন্দ্রাচ্ছন্ন (Dizziness) ছিলাম, স্বপ্নে কেউ একজন আমাকে বললেন: আপনি কি জানেন যে আপনি এই উম্মতের সর্দার এবং নবীর মা হতে চলেছেন, তাঁর জন্মের (Birth) সময় এমন নূর উজ্জ্বল হবে যা দ্বারা বসরা ও সিরিয়ার প্রাসাদসমূহ আলোকিত হয়ে যাবে, যখন জন্ম হবে তখন তাঁর নাম مُحَمَّد (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রাখবেন। (সুবুলুল হুদা, ১/৩২৮) এক বর্ণনায় আছে: তাঁকে رَضِیَ اللهُ عَنْہَا স্বপ্নে বলা হলো: শীঘ্রই আপনার একটি পুত্র সন্তান হবে, তাঁর নাম اَحْمَد রাখবেন! তিনি উভয় জগতের সর্দার হবেন। (ফাতাওয়ায়ে রযবিয়া, ৩০/২৫৯)
মুহাদ্দিস আবু নুআইম (رَحْمَۃُ اللهِ عَلَیْہِ) এর বর্ণনায় রয়েছে: সৌভাগ্যপূর্ণ শুভাগমনের সময় যখন আসলো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম দিলেন যে, জান্নাত ও সমস্ত আসমানের দরজা খুলে দাও, সেদিন সূর্যকে এক মহান নূরে আবৃত করা হলো এবং রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সম্মান প্রদর্শনের (Respect) জন্য সে বছর সমস্ত নারীদের পুত্র সন্তানই জন্মালো। (মাওয়াহিবুল লাদুন্নিয়াহ, ১/৬৫)