Amad e Mustafa Marhaba Marhaba

Book Name:Amad e Mustafa Marhaba Marhaba

(Birds Chirping) মতো আওয়াজ শুনতেই, আরয করলেন: হে আল্লাহ! এটা কেমন আওয়াজ? ইরশাদ হলো: ইনি হলেন: নবীদের মধ্যে শেষ নবী, রাসূলদের সর্দার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর তাসবীহের আওয়াজ যখন হযরত শীষ عَلَیْہِ السَّلَام জন্মগ্রহণ করলেন, তখন আদম عَلَیْہِ السَّلَام এর কপালে নূরে মোস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উজ্জ্বল ছিল, তাঁর শুভাগমন (Birth) হলে ফেরেশতারা মোবারকবাদ জানাতে আসলো (শরহুয যুরকানী আলাল মাওয়াহিব, আল-মাকসাদুল আওয়াল, / ১২৪) সুতরাং হযরত শীষ عَلَیْہِ السَّلَام এর বিবাহ তাঁর যুগের সবচেয়ে সুন্দরী সর্বোত্তম নারী হযরত বাইদা رَضِیَ اللهُ عَنْہَا এর সাথে হয়েছিলো, (হুজ্জাতুল্লাহি আলাল আলামীন, আল-কিসমুস সানী, ১৬৩) হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام বিবাহের খুতবা পড়লেন এবং ফেরেশতারা সাক্ষী হলেন (শরহুয যুরকানী আলাল মাওয়াহিব, আল-মাকসাদুল আওয়াল, /১২৪) হযরত শীষ عَلَیْہِ السَّلَام-এরপর তাঁর শাহজাদা হযরত আনূশ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হলেন, এরপর তাঁর পুত্র হযরত কাইনান এবং তারপর হযরত ইদ্রিস عَلَیْہِ السَّلَام সারকথা, হযরত আদম عَلَیْہِ السَّلَام থেকে হযরত আব্দুল্লাহرَضِیَ اللهُ عَنْہُ পর্যন্ত প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সকল পূর্বপুরুষ ঈমানদার, পবিত্র এবং সচ্চরিত্রবান ছিলেননূরে মোস্তফার সৌন্দর্য

 

নূরে মোস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দুনিয়াতে প্রকাশ হওয়ার পূর্বে দুনিয়ার সমস্ত মূর্তি উপুড় হয়ে পড়ে থাকতে দেখা গেল (মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ, আল-মাকসাদুল আওয়াল, /৬১) ó বাদশাহদের সিংহাসন (Thrones) উল্টে গেল, ó পশুদের কথা বলার শক্তি দেওয়া হলো, পূর্বের পাখিরা পশ্চিমের অধিবাসীদেরকে সুসংবাদ দিল, কুরাইশের চতুষ্পদ জন্তুরা বললো: কা'বার রবের শপথ! তিনি দুনিয়ার ইমাম এবং দুনিয়াবাসীর জন্য সূর্য (মাওয়াহিবুল