Amad e Mustafa Marhaba Marhaba

Book Name:Amad e Mustafa Marhaba Marhaba

সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ৪ সেপ্টেম্বর ২০২৫ইং

() সুন্নাত আদব শেখা: মিনিট, () দোয়া শেখা: মিনিট,
(
) পর্যালোচনা: মিনিট মোট সময়কাল- ১৫ মিনিট

সৎ সঙ্গের বাকী মাদানী ফুল

ó ভালো বন্ধুর সাহচর্য শুধু দুনিয়াতেই লাভজনক নয়, বরং কবরেও নেককারদের সঙ্গ উপকার পৌঁছায় (আচ্ছে মাহোল কি বরকত পৃষ্ঠা ৩৩) ó আমল করার অনন্য স্পৃহা, যা একটি পবিত্র পরিবেশের সাহচর্য থেকে পাওয়া যায়, তা অন্য কোনো উপায়ে পাওয়া অসম্ভব না হলেও অবশ্যই কঠিন (প্রাগুক্ত পৃষ্ঠা ২৪) ó এমন একটি পরিবেশ তৈরি করা উচিত যেখানে সকল অংশগ্রহণ কারীদের ওঠা-বসা, পারস্পরিক সাক্ষাৎ এবং একে অপরের প্রতি ভালোবাসা কেবল আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই হয় (প্রাগুক্ত, পৃষ্ঠা ২৫) ó ভালো পরিবেশ থেকে ভালো সাহচর্য লাভ হয় (প্রাগুক্ত, পৃষ্ঠা ১৬) ó ভালো পরিবেশের সাথে যুক্ত হলে বাহ্যিক বাতেন (অভ্যন্তরীণ)-এর সংশোধন হয় (প্রাগুক্ত, পৃষ্ঠা ১৬) ó মন্দ পরিবেশের সাথে সম্পৃক্তকারী ব্যক্তিরা নিজেদের সম্মান, মর্যাদা সত্তা হারিয়ে ফেলে (প্রাগুক্ত, পৃষ্ঠা ২৬)
ó হযরত মালিক বিন দীনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেছেন: যে ভাই বা সঙ্গীর সাহচর্য তোমাকে দ্বীনি উপকার পৌঁছায় না, তুমি তার সাহচর্য থেকে বেঁচে থাকো যাতে তুমি নিরাপদ সুরক্ষিত থাকো (কাশফুল মাহজুব, পৃষ্ঠা ৩৭৪) ó দা'ওয়াতে ইসলামীর অনন্য আধ্যাত্মিক পরিবেশ ইবাদত অন্যান্য বিষয়ে যত্নবান এবং সুন্নাতের সুরক্ষার প্রেরণা নিয়ে মদীনার দিকে এগিয়ে চলছে তাই দা'ওয়াতে ইসলামীর পবিত্র ভালো পরিবেশের সাথে যুক্ত হওয়া উভয় জগতের সৌভাগ্যের কারণ (আচ্ছে মাহোল কি বরকত, পৃষ্ঠা ২২)

صَلُّوْا عَلَی الْحَبِیْب         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد