Book Name:Amad e Mustafa Marhaba Marhaba
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ৪ সেপ্টেম্বর ২০২৫ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
ó ভালো বন্ধুর সাহচর্য শুধু দুনিয়াতেই লাভজনক নয়, বরং কবরেও নেককারদের সঙ্গ উপকার পৌঁছায়। (আচ্ছে মাহোল কি বরকত পৃষ্ঠা ৩৩) ó আমল করার অনন্য স্পৃহা, যা একটি পবিত্র পরিবেশের সাহচর্য থেকে পাওয়া যায়, তা অন্য কোনো উপায়ে পাওয়া অসম্ভব না হলেও অবশ্যই কঠিন। (প্রাগুক্ত পৃষ্ঠা ২৪) ó এমন একটি পরিবেশ তৈরি করা উচিত যেখানে সকল অংশগ্রহণ কারীদের ওঠা-বসা, পারস্পরিক সাক্ষাৎ এবং একে অপরের প্রতি ভালোবাসা কেবল আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই হয়। (প্রাগুক্ত, পৃষ্ঠা ২৫) ó ভালো পরিবেশ থেকে ভালো সাহচর্য লাভ হয়। (প্রাগুক্ত, পৃষ্ঠা ১৬) ó ভালো পরিবেশের সাথে যুক্ত হলে বাহ্যিক ও বাতেন (অভ্যন্তরীণ)-এর সংশোধন হয়। (প্রাগুক্ত, পৃষ্ঠা ১৬) ó মন্দ পরিবেশের সাথে সম্পৃক্তকারী ব্যক্তিরা নিজেদের সম্মান, মর্যাদা ও সত্তা হারিয়ে ফেলে। (প্রাগুক্ত, পৃষ্ঠা ২৬)
ó হযরত মালিক বিন দীনার رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ বলেছেন: যে ভাই বা সঙ্গীর সাহচর্য তোমাকে দ্বীনি উপকার পৌঁছায় না, তুমি তার সাহচর্য থেকে বেঁচে থাকো যাতে তুমি নিরাপদ ও সুরক্ষিত থাকো। (কাশফুল মাহজুব, পৃষ্ঠা ৩৭৪) ó দা'ওয়াতে ইসলামীর অনন্য ও আধ্যাত্মিক পরিবেশ ইবাদত ও অন্যান্য বিষয়ে যত্নবান এবং সুন্নাতের সুরক্ষার প্রেরণা নিয়ে মদীনার দিকে এগিয়ে চলছে। তাই দা'ওয়াতে ইসলামীর পবিত্র ও ভালো পরিবেশের সাথে যুক্ত হওয়া উভয় জগতের সৌভাগ্যের কারণ। (আচ্ছে মাহোল কি বরকত, পৃষ্ঠা ২২)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد