Book Name:Amad e Mustafa Marhaba Marhaba
আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দুনিয়ায় আগমন তো সবাই জানে, তাহলে একটি জানা বিষয়কে কেন বর্ণনা করা হলো? এজন্য যে, এর মাধ্যমে তাঁর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বেলাদতের আলোচনা হয়ে যায়।
اَلْحَمْدُ لِلّٰه প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বেলাদত, তাঁর সম্মান ও মাহাত্ম্য এবং তাঁর অতুলনীয় ও অনন্য শানের আলোচনা আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ السَّلَام ও করতেন। আল্লাহ পাকও কুরআনুল কারীমে এই বিষয়গুলোর আলোচনা করেছেন। এ থেকে বোঝা গেল, মিলাদ শরীফের আলোচনা করা সুন্নাতে ইলাহীও এবং সুন্নাতে আম্বিয়াও। (শানে হাবীবুর রহমান, পৃষ্ঠা: ৯৫)
আয়াতের করীমার সংক্ষিপ্ত ব্যাখ্যা
মুফতী সাহেব رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ আরও বলেন: আল্লাহ পাকের সবচেয়ে বড় নেয়ামত হলেন নবী করীম صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم। তাই আল্লাহ পাক কুরআন মজীদে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে হুযুর পুরনূর صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمএর মিলাদ শরীফ বর্ণনা করেছেন। ó কোথাও সাধারণ মানুষদেরকে হুযুরের মিলাদ শুনিয়েছেন, ó কোথাও শুধু মুসলমানদেরকে বলেছেন,
ó কোথাও সমস্ত সৃষ্টিজগতকে শুনিয়েছেন, ó কোথাও নিজের নবীদেরকে তাঁর প্রিয় হাবীব صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মিলাদ শুনিয়েছেন, আবার প্রতিটি জায়গায় এমন শানের সাথে মিলাদে মোস্তফার আলোচনা করেছেন যে... ব্যস! কুরবান হয়ে যাই!
সুতরাং এই আয়াতে হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অনেক গুণাবলী (Qualities) সহ মিলাদ শরীফ বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে: হে লোকেরা! তোমাদের কাছে সেই রাসূল করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাশরীফ এনেছেন, ó যার আগমনের বার্তা মানুষের সৃষ্টিরও আগে থেকে