Amad e Mustafa Marhaba Marhaba

Book Name:Amad e Mustafa Marhaba Marhaba

قَبْلَهَا طِبْتَ فِي الظِّلَالِ وَفِي                 مُسْتَوْدَعٍ حَيْثُ يَخْصِفُ الْوَرِقُ

তিনি বেলাদতের পূর্বে ছায়াময় স্থানে অর্থাৎ জান্নাতের ভেতরে, হযরত আদম عَلَیْہِ السَّلَام এর পৃষ্ঠদেশে পবিত্র অবস্থায় ছিলেন

ثُمَّ هَبَطَتَ الْبِلَادُ لَابَشَرٌ                  اَنْتَ وَلَا مُضْغَةٌ وَلَا عَلَقُ

তারপর আদমের পৃষ্ঠোর মধ্যেই জমিনে অবতরণ করলেন, তখন আপনি না মানব আকৃতিতে ছিলেন, না মাংসপিণ্ড আর না রক্তপিণ্ড (এগুলো গর্ভের প্রাথমিক অবস্থায় বাচ্চার ২টি অবস্থার নাম)

بَلْ نُطْفَةٌ تَرْكَبُ السَّفِينَ وَقَدْ              اَلْجَمَ نَسْرًا وَأَهْلَهُ الْغَرَقُ

তিনি নূহের পৃষ্ঠে নৌকায় আরোহণ করলেন, যখন তুফান কাফেরদের মিথ্যা প্রভু এবং তার পূজারীদেরকে ডুবিয়ে দিয়েছিল

تُنْقَلُ مِنْ صَالبٍ إِلَى رَحِمٍ                 إِذَا مَضَى عَالَمٌ بَدَا طَبَقُ

তিনি পবিত্র পৃষ্ঠদেশ থেকে গর্ভাশয়ে স্থানান্তরিত হতে থাকলেন, এক প্রজন্ম শেষ হলে আরেক প্রজন্ম আবির্ভূত হলো

وَأَنْتَ لَمَّا وُلِدْتَ أَشْرَقَتِ                 الْأَرْضُ وَضَاءَتْ بِنُورِكَ الْأُفُقُ

তাঁর বেলাদতের সময় জমিন আলোকিত হলো, আসমান আপনার নূর দ্বারা ঝলমল করে উঠলো

فَنَحْنُ فِي الضِّيَاءِ وَفِي النُّورِ                وَسُبُلِ الرَّشَادِ نَخْتَرِقُ

(মু'জামুল কবীর, /৯৬, হাদীস: ৪০৫৭)

আমরা সেই নূরের আলোয় হিদায়াতের পথে চলছি

 

প্রিয় ইসলামী ভাইয়েরা! চিন্তা করুন! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উপস্থিত আছেন, সাহাবায়ে কেরাম عَلَیْہِمُ الرِّضْوَان উপস্থিত আছেন, এই