Book Name:Amad e Mustafa Marhaba Marhaba
জ্ঞানীদের সাথে মেলামেশা করো। (আল-মু'জামুল কবীর, ২২/১২৫, হাদীস: ৩২৪) ó ভালো সঙ্গী সে, যাকে দেখলে তোমার আল্লাহ পাকের কথা স্মরণ হয়, যার কথায় তোমার আমলে বৃদ্ধি ঘটে এবং যার আমল তোমাকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়। (আল-জামিউস সগীর, হাদীস: ৪০৬৩, পৃষ্ঠা ২৪৭)
সৎ সঙ্গের অবশিষ্ট মাদানী ফুল তরবিয়্যতী হালকায় বয়ান করা হবে অতএব এগুলো জানতে তরবিয়্যতী হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায়
পঠিত
৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ