Book Name:Amad e Mustafa Marhaba Marhaba
ছিল। তারপর হঠাৎ একঝাঁক পাখি (Birds Flock), যাদের ঠোঁট পান্নার (Emerald) এবং ডানা ইয়াকুত (Ruby) এর ছিল, আমার ঘরে প্রবেশ করলো। তখন আল্লাহ পাক আমার চোখের পর্দা সরিয়ে দিলেন, আমি জমিনের পূর্ব ও পশ্চিম দেখতে পাচ্ছিলাম। আমি দেখলাম: ৩টি পতাকা আছে, (১): একটি পূর্বে (East) (২): একটি পশ্চিমে (West) এবং (৩): তৃতীয়টি কাবার ছাদে গাঁড়া হয়েছে। (মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ, ১/৬৫) এখন বেলাদতের (শুভাগমনের) সময় হলো, মহিলারা আমাকে ঘিরে ফেললেন এবং কিছুক্ষণের জন্য আমি কিছুই দেখতে পেলাম না।
মুহাম্মদ صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বেলাদত হলো, তিনি শাহাদাত আঙ্গুল আকাশের দিকে তুলে সিজদারত অবস্থায় ছিলেন। (মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ, ১/ ৬৫-৬৬) হযরত ইবনে আব্বাস رَضِیَ
اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত, হযরত আমিনা رَضِیَ
اللهُ عَنْہَا বলেন: বেলাদতের সময় আমার থেকে নূর বের হলো যা দ্বারা জমিনের পূর্ব ও পশ্চিম আলোকিত হয়ে গেল। (মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ, ১/৬৭) একটি বর্ণনায় রয়েছে: আমি সেই নূর দ্বারা সিরিয়ার প্রাসাদসমূহ দেখেছিলাম। তিনি
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পাক-পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করেছেন। (মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ, ১/ ৬৬)
সায়্যিদা আমিনা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: তারপর আসমান থেকে একটি মেঘ নেমে এসে তাঁকে صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ঢেকে নিলো এবং আমার থেকে আড়াল করে দিলো। কোনো একজন বলছিল: মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে পূর্ব ও পশ্চিমে ভ্রমণ করাও! তাঁকে সমুদ্রে নিয়ে যাও! যাতে সমস্ত মাখলুক তাঁর নাম, আকৃতি এবং গুণাবলী (Qualities) জানতে পারে,