Amad e Mustafa Marhaba Marhaba

Book Name:Amad e Mustafa Marhaba Marhaba

সবাই যেন জানতে পারে যে, ইনিই হলেন মাহি (মোচনকারী) যিনি শিরককে দূরীভূত করবেন তারপর দ্রুতই সেই মেঘ সরে গেল (মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ, /)

খতীব বাগদাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বর্ণনায় আছে, তিনি رَضِیَ اللهُ عَنْہَا বলেন: তারপর আমি দেখলাম যে তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রেশমের সবুজ কাপড়ে মোড়ানো আছেন এবং তা থেকে পানি টপকে পড়ছে কোনো একজন ঘোষণা দিচ্ছিল: বাহ বাহ! কী চমৎকার...!! মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -কে সমগ্র দুনিয়ার উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে, সমগ্র জগতের (Universe) বা সারা বিশ্বের এমন কোনো জিনিস নেই যা তাঁর কর্তৃত্ব, আধিপত্য এবং আনুগত্যের বাইরে এবার আমি তাঁর নূরাণী চেহারা দেখলাম যা চৌদ্দ তারিখের চাঁদের মতো ঝলমল করছিল এবং শরীর মোবারক থেকে পবিত্র কস্তুরীর সুগন্ধ আসছিল, তারপর জন ব্যক্তিকে দেখা গেল, (): একজনের হাতে রূপার লোটা (Silver Ewer), () দ্বিতীয়জনের হাতে সবুজ পান্নার (Green Emerald) তশতরি (অর্থাৎ থালা), (): এবং তৃতীয়জনের হাতে একটি উজ্জ্বল আংটি ছিল আংটিটি বার ধৈত করে তিনি হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم -এর মোবারক কাঁধের মাঝে নবুয়তের মোহর লাগিয়ে দিলেন তারপর তাঁকে صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রেশমি কাপড়ে জড়িয়ে উঠিয়ে আমার কাছে সোপর্দ করে দিলেন (মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ, /৬৬)

حُضُور کی آمد!                                                               مرحبا!                                          غَیُّور کی آمد!                                                                     مرحبا!

پُرنور کی آمد!                                                                  مرحبا!                                          داتا کی آمد!                                                                         مرحبا!

مولیٰ کی آمد!                                                                      مرحبا!                                          پیارے کی آمد!                                                       مرحبا!

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد