بِسْمِ اللہ Ki Barkatein

Book Name:بِسْمِ اللہ Ki Barkatein

প্রবেশ করার সময়  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  এবং সূরা ইখলাস পাঠ করেন, এতে ঘরে ঐক্য সৃষ্টি হয় (অর্থাৎ ঝগড়া হয় না) এবং জীবিকায় বরকত হয়

শিশুদের মাঝেও بِسْمِ اللهِ পাঠ করার অভ্যাস গড়ে তুলুন!

    হযরত সায়্যিদুনা ঈসা রূহুল্লাহ عَلَیْہِ السَّلَام একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যেখানে আযাব হচ্ছিল কিছুদিন পর আবার যখন জায়গা দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন, কবরে নূর আর নূর এবং তাতে আল্লাহ পাকে রহমত বর্ষিত হচ্ছে তিনি عَلَیْہِ السَّلَام খুবই অবাক হলেন এবং আল্লাহ পাকে দরবারে আরয করলেন: আমাকে এর রহস্য সম্পর্কে জানানো হোক ইরশাদ হলো: হে ঈসা عَلَیْہِ السَّلَام ব্যক্তি খুবই গুনাহগার হওয়ার কারণে আযাবে বন্দি ছিলো কিন্তু মৃত্যুর সময় তার স্ত্রী (সন্তান সম্ভবা) ছিলো তার ঘরে ছেলের জন্ম হলো এবং আজ তাকে মক্তবে পাঠানো হয়েছে শিক্ষক তাকে  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  পড়িয়েছেন আমার লজ্জা হলো, আমি ব্যক্তিকে (কিভাবে) মাটির নিচে শাস্তি দেবো, যার সন্তান মাটির উপর আমার নাম নিচ্ছে (তাফসীরে কবীর, ১ম খণ্ড, ১৫৫ পৃষ্ঠা)

    سُبْحٰنَ الله! আমাদের প্রত্যেকের উচিৎ, আমাদর শিশুদের "টা টা বাই বাই শেখানোর পরিবর্তে শুরু থেকে আল্লাহ পাকে নাম নিতে শিক্ষা দেওয়া আর তাতে কেবল শুধুমাত্র মরহুম মা বাবার বরকত লাভ হয় এমন নয় বরং খোদ শিক্ষা অর্জনকারী এবং শিক্ষাদানকারীরও বরকত লাভ হয় অতএব নিজেদের বাচ্চাদের সাথে খেলা করার সময় শেখানোর নিয়্যতে তাদের সামনে বার বার আল্লাহ, আল্লাহ বলতে থাকুন তাহলে সেও মুখ খুলতেই সর্বপ্রথম  আল্লাহ শব্দ বলবে

৪৬ নম্বর নেক আমলের প্রতি উৎসাহ প্রদান

    প্রিয় ইসলামী ভাইয়েরা! بِسْمِ اللهِ পড়ার অসংখ্য বরকত রয়েছে। প্রতিটি বৈধ কাজের আগে بِسْمِ اللهِ পড়ার অভ্যাস গড়ে তোলা উচিৎ। এজন্য তা শায়খে তরিক্বত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রদত্ত "৭২টি নেক আমল" এর মধ্যে অন্যতম নেক আমল বটে।  সুতরাং ৪৬ নম্বর নেক আমল-এ আছে - আপনি কি আজ প্রতিটি বৈধ ও সম্মানজনক কাজের আগে بِسْمِ اللهِ পাঠ করেছেন?” প্রিয় ইসলামী ভাইয়েরা! অনুরূপভাবে প্রতিটি কাজ সুন্নাত অনুযায়ী করতে এবং সুন্নাত মোতাবেক জীবনযাপন করার জন্য