بِسْمِ اللہ Ki Barkatein

Book Name:بِسْمِ اللہ Ki Barkatein

দিন হযরত সায়্যিদুনা উমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ তার জন্য একটি টুপি পাঠিয়ে দিলেন রোমান সম্রাজ্যের অধিপতি যখনই টুপি পরতেন, তখনই তাঁর মাথা ব্যথা দূর হয়ে যেতো এবং যখন মাথা থেকে টুপি নামিয়ে রাখতেন, তখন মাথা ব্যাথা ফের শুরু হয়ে যেতো এতে তিনি খুবই আশ্চর্য হলেন অবশেষে তিনি যখন টুপি খুলে দেখলেন, তখন তা থেকে একটি কাগজ বেরিয়ে এলো যাতে  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  লেখা ছিলো

(তাফসীরে কবীর, ১ম খণ্ড, ১৫৫ পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! মনে রাখবেন, সোনা, রূপা অথবা কোনো প্রকার ধাতু দিয়ে তৈরি মোড়ক সহকারে তাবীয পরিধান করা পুরুষদের জন্য জায়িয নেই অনুরূপভাবে যে কোনো ধরণের ধাতু নির্মিত চেইন তাতে তাবীয থাকুক বা না থাকুক পুরুষদেও জন্য পরা নাজায়িয গুনাহের কাজ তদ্রূপ সোনা, রূপা এবং স্টিল ইত্যাদি যে কোনো প্রকার ধাতুর পাত অথবা শিকল এর উপর কিছু লেখা থাকুক বা না থাকুক, এমন কি  তাতে আল্লাহ পাকে মোবারক নাম বা কলেমায়ে তায়্যিবা ইত্যাদি খোদাই করা থাকলেও তা পরিধান করা পুরুষদের জন্য নাজায়িয মহিলারা সোনা রূপার মোড়কে তাবীয পরিধান করতে পারবে

(ফয়যানে সুন্নাত, পৃষ্ঠা ৬৯)

 

নাক ফেটে রক্ত পড়ার চিকিৎসা

    যদি কারো নাক ফেটে রক্ত প্রবাহিত হয় তাহলে শাহাদাত আঙুল দ্বারা কপালের উপর থেকে  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  লেখা শুরু করে নাকের নিম্নাংশ পর্যন্ত নিয়ে যান اِنْ شَآءَ الله রক্ত পড়া বন্ধ হবে (ফয়যানে সুন্নাত, পৃষ্ঠা ৭৩)

 

রুহানী চিকিৎসা বিভাগ

    হে আশিকানে রাসূল! اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে-ইসলামীর বিভাগসমূহের অন্যতম হলো রুহানি চিকিৎসা বিভাগ যা প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পীড়িত উম্মতের দুর্দশা লাঘবের তরে সচেষ্ট রয়েছে। اَلْحَمْدُ لِلّٰه এই বিভাগের মাধ্যমে লক্ষ লক্ষ অসুস্থ ও পেরেশানিগ্রস্ত মানুষকে সম্পর্ণ বিনামল্যে রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হয়। আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ