بِسْمِ اللہ Ki Barkatein

Book Name:بِسْمِ اللہ Ki Barkatein

অস্থিরতা ছেয়ে গেলো

    সাহাবিয়ে রাসুল হযরত জাবির বিন আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: যখন  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  অবতীর্ন হলো তখন মেঘমালা পূর্ব দিকে দৌড়াতে লাগলো, বাতাস থেমে গেলো, সমুদ্রে উচ্ছ্বাস এলো, চতুষ্পদ প্রাণিরা মনোযোগ দিয়ে শোনার জন্য কান লাগিয়ে দিলো এবং শয়তানকে আসমান থেকে পাথর মারা হলো আর আল্লাহ পাক ইরশাদ করলেন: আমার সম্মান মহত্বের শপথ! যে বস্তুতে  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  পড়া হবে আমি তাতে বরকত দান করবো (তাফসীরে দুররে মানসুর,পারা ,সূরা ফাতিহা,১ম খণ্ড,পৃষ্ঠা ২৬)

প্রতিটি বৈধ কাজের সূচনা بِسْمِ اللهِ এর মাধ্যমে করুন

    হে আশিকানে রাসূল! আল্লাহ পাকে কালাম কুরআন শরীফের সূচনা হয় بِسْمِ اللهِ দিয়ে এতে আমাদের জন্য শিক্ষা রয়েছে যে, আমরাও যেনো প্রতিটি বৈধ কাজের সূচনা بِسْمِ اللهِ দিয়ে করি হযরত আল্লামা আহমদ সাভী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, কুরআন শরীফের সূচনা بِسْمِ اللهِ এর মাধ্যমে এজন্যই করা হয়েছে যেনো আল্লাহ পাকে বান্দারা তার অনুসরণ করে প্রতিটি বৈধ কাজের সূচনা بِسْمِ اللهِ এর মাধ্যমেই করে

(হাশিয়ায়ে তাফসীরে সাভী, প্রথম পারা, সুরা ফাতিহা, খণ্ড: পৃষ্ঠা: ৩৫)

    হাদিসে পাকেও ভালো গুরুত্বপূর্র্ণ কাজের সূচনা بِسْمِ اللهِ  এর মাধ্যমে করার উৎসাহ দেওয়া হয়েছে (জামিউল আখলাকুর রাবী,পৃষ্ঠা ৩২২,হাদিস ১১৯৮)

بِسْمِ اللهِ এর ১৯টি হরফের রহস্য

    ইমাম ফখরুদ্দিন রাযি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লেখেন, بِسْمِ اللهِ শরীফে ১৯টি হরফ রয়েছে আর জাহান্নামে শাস্তি প্রদানকারী ফেরেশতার সংখ্যাও ১৯ জন, অতএব আশা করা যায়, এর একেকটি হরফের বরকতে একজন করে ফেরেশতার শাস্তি দূর হয়ে যাবে

কাজ অসমাপ্ত থেকে যায়!

    আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  ইরশাদ করেন: کُلُّ اَمْرٍ ذِیْ بَالٍ لَا یُبْدَءْ فِیْہِ بِبِسْمِ اللهِ فَہُوَ اَقْطَع অর্থাৎ যে গুরুত্বপূর্ণ কাজের সূচনা بِسْمِ اللهِ এর মাধ্যমে হয় না তা অসমাপ্ত থেকে যায় (জামে সগীর, পৃষ্ঠা ৩৯১, হাদিস ৬২৮৪)