بِسْمِ اللہ Ki Barkatein

Book Name:بِسْمِ اللہ Ki Barkatein

বার দরূদ শরীফ) ঘরে টাঙিয়ে দিলে اِنْ شَآءَ الله শয়তান ঘরে প্রবেশ করতে পারবে না এবং খুব বরকত হবে যদি দোকানে টাঙিয়ে দেয়া হয় তাহলে তার ব্যবসায় খুব উন্নতি হবে () পহেলা মুহাররামুল হারামে  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  ১৩০ বার লিখে বা লিখিয়ে যে ব্যক্তি নিজের কাছে রাখবে (অথবা প্লাস্টিক কোটিং (লেমিনেটিং) করে কাপড়, রেক্সিন বা চামড়া দিয়ে সেলাই করে হাতে, গলায় পরিধান করবেন) اِنْ شَآءَ الله সারাজীবন ব্যক্তির বা এমনকি তার ঘরে কারো কোনো প্রকারের ক্ষতি সাধিত হবে না ()  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ   ৭০ বার লিখে মৃতের কাফনে রেখে দিন اِنْ شَآءَ الله মুনকার নকীর এর প্রশ্নের জবাব সহজ হবে (প্রাগুক্ত, ৭৫ পৃষ্ঠা) (উত্তম হলো, মৃতের চেহারার সামনে কিবলার দিকের দেয়ালে মিহরাবের মতো তাক বানিয়ে তাতে রাখুন এর সাথে আহাদনামা মৃত ব্যক্তির পীর সাহেবের শাজারা ইত্যাদিও রেখে দিন)

(ফয়যানে সুন্নাত,১ম খণ্ড,পৃষ্ঠা ১৩৪-১৩৮)

    প্রিয় ইসলামী ভাইয়েরা!  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  একজন ক্বারী সাহেব বা আলিম সাহেবকে পাঠ করে শুনিয়ে নিন যদি সঠিক মাখরাজ সহকারে উচ্চারণ না হয় তাহলে শিখে নিন অন্যথায় উপকার হওয়ার পরিবর্তে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে হে রব্বে মুস্তফা! আমাদেরকে  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  এর বরকত দ্বারা সমৃদ্ধ করুন এবং প্রতিটি নেক বৈধ কাজে শুরুতে  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  পাঠ করার তৌফিক দান করুন

اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

নখ কাটার সুন্নাত ও আদব

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন শায়খে তরিক্বত আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদিরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত পুস্তিকা “১০১ টি মাদানী ফুল” থেকে কিছু মাদানী ফুল শুনি: * জুমার দিন নখ কাটা মুস্তাহাব। অবশ্য যদি বড় হয়ে যায়, তবে জুমার দিনের জন্য অপেক্ষা করবেন না। (দুররে মুখতার, ৯ম খণ্ড, ৬৬৮ পৃষ্ঠা) মুফতী আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: বর্ণিত আছে; যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে, আল্লাহ পাক তাকে পরবর্তী জুমা পর্যন্ত বিপদ-আপদ থেকে রক্ষা করবেন এবং তিন দিন অতিরিক্ত অর্থাৎ দশদিন পর্যন্ত। অন্য বর্ণনায় এটাও রয়েছে: