بِسْمِ اللہ Ki Barkatein

Book Name:بِسْمِ اللہ Ki Barkatein

যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে, তার প্রতি রহমতের আগমন হবে এবং গুনাহ দূর হবে (দুররে মুখতার, রদ্দুল মুহতার, ৯ম খণ্ড, ৬৬৮ পৃষ্ঠা বাহারে শরীয়াত, ১৬তম খণ্ড, ২২৫, ২২৬ পৃষ্ঠা) * হাতের নখ কাটার পদ্ধতি পেশ করা হচ্ছে: সর্বপ্রম ডান হাতের শাহাদাত আঙুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে কনিষ্ঠা আঙুলের নখ কাটবেন, তবে বুড়ো আঙুল ছেড়ে দেবেন এবার বাম হাতের কনিষ্ঠা আঙুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে বুড়ো আঙুলের নখ কাটবেন এখন সবশেষে ডান হাতের বুড়ো আঙুলের নখ কাটবেন (দুররে মুখতার, ৯ম খণ্ড, ৬৭০ পৃষ্ঠা ইহইয়াউল উলূম, ১ম খণ্ড, ১৯৩ পৃষ্ঠা)

 

ঘোষণা

    নখ কাটার অবশিষ্ট সুন্নাত আদব তরবিয়্যতি হালকায় বয়ান করা হবে অতএব তা জানতে তরবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                                           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত

৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া

 (১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ

الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

            বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন

 (আফযালুস সালাওয়াতি লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)

 

(২) সমস্ত গুনাহের ক্ষমা:

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍوَّعَلٰى اٰلِهٖ وَسَلِّمْ

            হযরত সায়্যিদুনা আনাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি দরূদ শরীফ