بِسْمِ اللہ Ki Barkatein

Book Name:بِسْمِ اللہ Ki Barkatein

ঠিকানা দেখতে চাও, তবে সায়্যিদুনা আতা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সমীপে উপস্থিত হও, তিনি জান্নাতে তোমার ঠিকানা সম্পর্কে তোমাকে অবহিত করবেন আমি উপস্থিত হয়েছি, আমাকে বলুন, জান্নাত কোথায়? তিনি বললেন: যদি জান্নাত লাভের ইচ্ছা থাকে তাহলে তোমাকে প্রথমে তার দরজা খুলতে হবে, তারপর তুমি আপন ঠিকানার দিকে যেতে পারবে মেয়েটি আরয করলো: আমি এর দরজা কিভাবে খুলবো? তিনি বললেন:  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  পাঠ করো, সে  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  শরীফ পাঠ করলো ব্যস! পাঠ করার সাথে সাথে তার অন্তরে বিপ্লব সাধিত হলো তারপর সে বলতে লাগলো: হে আতা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমি আমার অন্তরে নূর অনুভব করছি, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তার কাছে ইসলামের দাওয়াত পেশ করলেন তখন بِسْمِ اللهِ শরীফের বরকতে সেও মুসলমান হয়ে গেলো রাতে যখন সেই নওমুসলিম মহিলা ঘুমিয়ে পড়লো, তখন স্বপ্নে জান্নাতে প্রবেশ করলো এবং সেখানে জান্নাতের মনকাড়া ইমারত গম্বুজ দেখলো এবং একটি গম্বুজের উপর লেখা ছিলো:

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْم لَآ اِلٰہَ اِلَّاا للهُ  مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ

    সে যখন বাক্যগুলো পাঠ করলো তখন একজন আহবানকারী বলল, হে পাঠকারী! যা তুমি পাঠ করেছো, আল্লাহ পাক সব তোমাকে দান করেছেন (কিতাবুল কালয়ুবি, ঘটনা:২৬, পৃষ্ঠা ২২-২৩)

بِسْمِ اللهِ শরীফ কুরআনে পাকের একটি অংশ

    প্রিয় ইসলামী ভাইয়েরা!  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  কুরআনে পাকের একটি পূর্ণ আয়াত,যা দুটি সূরার মাঝে পার্থক্য করার জন্য অবতীর্ণ হয়েছে আর এটা ১৯তম পারার সূরা নামলের একটি আয়াতের অংশ (হালভি আল কাবির, পৃষ্ঠা ৩০৭) ইরশাদ হচ্ছে:

 

بِسۡمِ اللّٰہِ   الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ (ۙ۳۰)

(পারা ১৯, নামল, আয়াত ৩০)

কানযুল ঈমান থেকে অনুবাদ: আল্লাহ নাম সহকারে, যিনি পরম দয়ালু, করুণাময়