بِسْمِ اللہ Ki Barkatein

Book Name:بِسْمِ اللہ Ki Barkatein

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                                           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

অমুসলিম নারী ও পুরুষের আকর্ষণীয় ঘটনা

    একজন অমুসলিম পুরুষ একজন অমুসলিম নারীর প্রেমে পড়লো সে এতটাই প্রেমাসক্ত হয়ে গেলো যে, পাগলের মতো হয়ে গেলো, এমনকি তার পানাহারের খেয়াল থাকতো না এই সমস্যা সমাধানের জন্য সে তখনকার ওয়ালী হযরত সায়্যিদুনা আতা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বরকতপূর্ণ খিদমতে উপস্থিত হয়ে নিজের অবস্থার কথা জানালো হযরত সায়্যিদুনা আতা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একটি কাগজে  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  লিখে দিলেন আর বললেন: “এটা গিলে নাও!”

 

    যখন সে অমুসলিম  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ  লিখিত কাগজটি গিলে ফেললো (ব্যস! গেলার সাথে সাথে তার অন্তরে বিপ্লব সাধিত হলো) সে আরয করলো: হে আতা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমি ঈমানের মিষ্টতা অনুভব করছি আর আমার অন্তরে নূর প্রকাশিত হয়েছে আমি ঐ নারীর (প্রেম) ভুলে গেছি। আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। হযরত সায়্যিদুনা আতা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাকে ইসলাম সম্পর্কে অবহিত করলেন আর সে অমুসলিম
بِسْمِ اللهِ এর বরকতে মুসলমান হয়ে গেলো। অপরদিকে ঐ অমুসলিম নারী যখন তার ব্যর্থ প্রেমিকের ইসলাম গ্রহণের খবর পেলো, তখন সেও হযরত সায়্যিদুনা আতা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মহান দরবারে উপস্থিত হয়ে আরয করলো: হে মুসলমানদের ইমাম! আমিই সে নারী যার প্রেমে সেই নওমুসলিম অর্থাৎ সাবেক অমুসলিম আসক্ত ছিলো। আমি গত রাতে স্বপ্ন দেখেছি, এক আগন্তুক আমার কাছে এসে বলতে লাগলো: যদি তুমি জান্নাতে আপন